কথা বলা কাক!

জীবনে কখনও শুনেছেন কাক পোষ মানে? জীবনে কখনও শুনেছেন কাক কথা বলে? জীবনে কখনও দেখেছেন কাক তার মনীবের কাঁধে চড়ে ঘুরে বেড়াচ্ছে? ঝড়ে পাওয়া কাকের রূপ কথা। মানুষ যা খায়, কাকও তাই খায়। কাকের পছন্দের খাবারের তালিকায় রয়েছে ডিমের হলুদ কুসুম, দুধ, মাছ। নিরামিষ একেবারেই পছন্দ নয়। বাংলাদেশের এই কাক একেবারে সেলিব্রিটি। দেশের টিভি চ্যানেল তো বটেই, বিভিন্ন প্রান্ত থেকেও ওকে দেখতে ভিড়। চোখে না দেখলে আপনারও বিশ্বাস হবে না। দেখুন- 'রূপ কথার কাক'-

Updated By: May 24, 2016, 08:25 PM IST
কথা বলা কাক!

ওয়েব ডেস্ক: জীবনে কখনও শুনেছেন কাক পোষ মানে? জীবনে কখনও শুনেছেন কাক কথা বলে? জীবনে কখনও দেখেছেন কাক তার মনীবের কাঁধে চড়ে ঘুরে বেড়াচ্ছে? ঝড়ে পাওয়া কাকের রূপ কথা। মানুষ যা খায়, কাকও তাই খায়। কাকের পছন্দের খাবারের তালিকায় রয়েছে ডিমের হলুদ কুসুম, দুধ, মাছ। নিরামিষ একেবারেই পছন্দ নয়। বাংলাদেশের এই কাক একেবারে সেলিব্রিটি। দেশের টিভি চ্যানেল তো বটেই, বিভিন্ন প্রান্ত থেকেও ওকে দেখতে ভিড়। চোখে না দেখলে আপনারও বিশ্বাস হবে না। দেখুন- 'রূপ কথার কাক'-

কোকিল, ময়না, টিয়া, চন্দনার মত কাক কখনই মানুষের হৃদয়ে স্থান পায়নি। তবে 'আম্মু' (মা) বলা কাকে হৃদয় হারিয়েছে অনেকেরই।

.