ভয়ঙ্কর ভূকম্পনে কেঁপে উঠল গুয়াতেমালা

তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল গুয়াতেমালা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৪। সরকারি মতে, ভূমিকম্পে এখনও পর্যন্ত ১৫ জনের মৃত্যু হয়েছে। মাটিতে মিশে গিয়েছে সান মার্কোস শহরের বহু বাড়ি। মেক্সিকো সীমান্ত লাগোয়া এলাকাগুলিতেই সবথেকে বেশি কম্পন অনুভূত হয়েছে।

Updated By: Nov 8, 2012, 10:09 AM IST

তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল গুয়াতেমালা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৪। সরকারি মতে, ভূমিকম্পে এখনও পর্যন্ত ১৫ জনের মৃত্যু হয়েছে। মাটিতে মিশে গিয়েছে সান মার্কোস শহরের বহু বাড়ি। মেক্সিকো সীমান্ত লাগোয়া এলাকাগুলিতেই সবথেকে বেশি কম্পন অনুভূত হয়েছে।
রাস্তায় ভগ্নাবশেষ পড়ে বহু জায়গার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। ভেঙে পড়েছে টেলিযোগাযোগ ব্যবস্থাও। ভূপৃষ্ঠ থেকে কুড়ি মাইল গভীরে ছিল ভূমিকম্পের কেন্দ্রবিন্দু। কম্পন অনুভূত হয়েছে মেক্সিকো সিটি এবং এল সালভাদোরেও। গুয়াতেমালায় ভূমিকম্পের জেরে প্রশান্ত মহাসাগর সংলগ্ন নিকারাগুয়ায় জারি হয়েছে সুনামি সতর্কতা।

.