উত্তর ইন্দোনেশিয়ায় বিধ্বংসী ভূমিকম্প, মৃত ২৫

উত্তর ইন্দোনেশিয়ায় বিধ্বংসী ভূমিকম্পে অন্তত ২৫ জনের মৃত্যুর খবর মিলেছে। জখম অসংখ্য।  কম্পনের কেন্দ্রস্থল উত্তর বান্দা আচে প্রদেশে, সমুদ্রের ১১ মাইল গভীরে।  US জিওলজিক্যাল সার্ভে সূত্রের খবর, স্থানীয় সময় ভোর সাড়ে ৫টা নাগাদ কম্পন অনুভূক হয়। রিখটার স্কেলে তীব্রতা ধরা পড়ে ৬ দশমিক ৪।

Updated By: Dec 7, 2016, 10:56 AM IST
উত্তর ইন্দোনেশিয়ায় বিধ্বংসী ভূমিকম্প, মৃত ২৫

ওয়েব ডেস্ক: উত্তর ইন্দোনেশিয়ায় বিধ্বংসী ভূমিকম্পে অন্তত ২৫ জনের মৃত্যুর খবর মিলেছে। জখম অসংখ্য।  কম্পনের কেন্দ্রস্থল উত্তর বান্দা আচে প্রদেশে, সমুদ্রের ১১ মাইল গভীরে।  US জিওলজিক্যাল সার্ভে সূত্রের খবর, স্থানীয় সময় ভোর সাড়ে ৫টা নাগাদ কম্পন অনুভূক হয়। রিখটার স্কেলে তীব্রতা ধরা পড়ে ৬ দশমিক ৪।

আরাও পড়ুন- ভারতে নোট বাতিলের ফলে 'ডিনার করতে পারছে না' রাশিয়া

কম্পনে বান্দা আচে থেকে তিন ঘণ্টার দূরত্বের পিদাই জায়া শহরে ভেঙে পড়েছে বহু বাড়ি এবং ধর্মস্থান। একাধিক বহতলে ফাটল। আতঙ্কে মানুষজন রাস্তায় নেমে পড়েন। তবে জারি হয়নি সুনামি সতর্কতা। বিপর্যয়ের পরই উদ্ধারকাজ শুরু। মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুন- প্রতিরক্ষা ক্ষেত্রে 'ম্যাড ডগে'ই ভরসা রাখলেন ট্রাম্প

.