ইবোলা আতঙ্ক: দ্রুত ব্যবস্থা না নিলে নভেম্বরের শুরুতেই আক্রান্তের সংখ্যা ২০ হাজার ছাড়াবে

ক্রমশ ছড়িয়ে পড়েছে মারণ জ্বর ইবোলা। বিশ্বস্বাস্থ্য সংস্থা হু-এর আশঙ্কা, অবিলম্বে ব্যবস্থা না নিলে দোসরা নম্ভেম্বরে মধ্যে শুধুমাত্র পশ্চিম আফ্রিকাতেই এই জ্বরে আক্রান্তের সংখ্যা বিশ হাজার ছাড়াবে।

Updated By: Sep 23, 2014, 02:07 PM IST
ইবোলা আতঙ্ক: দ্রুত ব্যবস্থা না নিলে নভেম্বরের শুরুতেই আক্রান্তের সংখ্যা ২০ হাজার ছাড়াবে

ব্যুরো: ক্রমশ ছড়িয়ে পড়েছে মারণ জ্বর ইবোলা। বিশ্বস্বাস্থ্য সংস্থা হু-এর আশঙ্কা, অবিলম্বে ব্যবস্থা না নিলে দোসরা নম্ভেম্বরে মধ্যে শুধুমাত্র পশ্চিম আফ্রিকাতেই এই জ্বরে আক্রান্তের সংখ্যা বিশ হাজার ছাড়াবে।

২০১৩ সালের ডিসেম্বরে গিনিতে প্রথম ইবোলার উপসর্গ দেখা যায়। তারপর গত এগারোমাসে পশ্চিম আফ্রিকায় কার্যত অবাধে ছড়িয়েছে এই জ্বর। ইবোলায় ইতিমধ্যেই দুহাজার আটশো মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত প্রায় ছহাজার। গিনি, লাইবেরিয়া এবং সিয়েরা লিওনে মহামারির আকার নিয়েছে মারণ জ্বর। কিন্তু, তা প্রতিরোধে স্থানীয় প্রশাসন কোনও ব্যবস্থা নেয়নি বলেই আক্ষেপ করেছেন হু-এর আধিকারিকরা। এভাবেই বাড়তে থাকলে কয়েক বছরের মধ্যেই ইবোলা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ার আশঙ্কাও রয়েছে।

.