তীব্র তুষারপাতের জেরে পশ্চিম নিউইয়র্কে মৃত অন্তত ৭, পুরু বরফের চাদরে ঢাকা পড়েছে বাফালো

Updated By: Nov 20, 2014, 11:02 AM IST
 তীব্র তুষারপাতের জেরে পশ্চিম নিউইয়র্কে মৃত অন্তত ৭, পুরু বরফের চাদরে ঢাকা পড়েছে বাফালো

নিউইয়র্ক: তীব্র বরফঝড়ে বিপর্যস্ত মার্কিন যুক্তরাষ্ট্রের বাফালোর জনজীবন। শীতের শুরুতেই মঙ্গলসকাল থেকেই বরফে ঢেকে যায় পশ্চিম নিউইয়র্কের ওই অঞ্চল। মাত্র তিনদিনে ৫ থেকে ৮ ফুট গভীর বরফের চাদর ঢেকে ফেলেছে সমগ্র অঞ্চল। লাগাতার তুষারপাতে ইতিমধ্যে প্রাণ হারিয়েছেন অন্তত ৭জন। বাসিন্দারা জানিয়েছেন সামপ্রতিককালে এত ভয়াবহ তুষারপাত তাঁরা প্রত্যক্ষ করেননি।

তুষারপাতের জেরে পশ্চিম নিউইয়র্কের বেশ কিছু টাউনের স্কুল,কলেজ, অফিস বন্ধ। আটকে পড়েছেন বহু মানুষ। সারা শহর রাস্তা-ঘাট, গাছপালা, বাড়ি সাদা বরফে ঢেকে গেছে।  

তীব্র শীতে মৃতদের মধ্যে ৪ জন মারা গেছেন হৃদযন্ত্র বিকল হয়ে। রাস্তায় অতিরিক্ত বরফের কারণে সময়ে হাসপাতলে পৌঁছাতে না পেরে প্রাণ হারিয়েছেন এক ব্যক্তি। ১৫ ফুট বরফে ঢেকে নিজের গাড়ির মধ্যেই প্রাণ হারিয়েছেন একজন।

আরও প্রবল তুষারপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। বরফ পাতের সঙ্গে কনকনে ঠাণ্ডা হাওয়া গৃহবন্দী করে রেখেছে বাফেলোর অধিকাংশ বাসিন্দাকে।

 

.