বরফ পাচারের দায়ে চিনে মৃত্যুদণ্ডের মুখে অসি দম্পতি

৫ নভেম্বর থেকে ওরা দুজন নিখোঁজ। পরিবারের লোকেরা পশ্চিম অস্ট্রেলিয়ার এক পুলিস স্টেশনে মিসিং ডায়েরিও করে। অবশেষে ওদের খোঁজ মিলল চিনের এক জেলে। অস্ট্রেলিয়ার সেই নিখোঁজ দম্পতির নাম ক্যালেন্ডা ডেভিস ও পিটার গার্ডনার। ওদের বিরুদ্ধে ড্রাগ পাচারের অভিযোগ আনা হয়েছে।

Updated By: Dec 3, 2014, 03:14 PM IST
বরফ পাচারের দায়ে চিনে মৃত্যুদণ্ডের মুখে অসি দম্পতি

ওয়েব ডেস্ক: ৫ নভেম্বর থেকে ওরা দুজন নিখোঁজ। পরিবারের লোকেরা পশ্চিম অস্ট্রেলিয়ার এক পুলিস স্টেশনে মিসিং ডায়েরিও করে। অবশেষে ওদের খোঁজ মিলল চিনের এক জেলে। অস্ট্রেলিয়ার সেই নিখোঁজ দম্পতির নাম ক্যালেন্ডা ডেভিস ও পিটার গার্ডনার। ওদের বিরুদ্ধে ড্রাগ পাচারের অভিযোগ আনা হয়েছে।

অপরাধ হিসাবে বলা হয়েছে চিন থেকে ৭৫ কেজি বরফ ও মেটাথামফেটামাইন নামের এক নিষিদ্ধ ড্রাগ ওরা অস্ট্রেলিয়ায় পাচার করেছেন। চিনের আইন অনুযায়ী এই দুই অস্ট্রেলিয়ানের মৃত্যুদণ্ড হওয়ার কথা। ২৫ বছরের ক্যালেন্ডা আবার বাস্কেটবল খেলোয়াড়। ড্রাগ পাচারে দোষী সাব্যস্ত হওয়ার পর আগামী সপ্তাহে চিনের এক আদালতে এই দুই অস্ট্রেলিয়ানের শাস্তি ঘোষিত হবে।

.