সদ্য বাবা হওয়া জুকেরবার্গ ফেসবুকের ৯৯ শতাংশ শেয়ার দিলেন সমাজসেবায়

এবার বাবা হেলন মার্ক জুকেরবার্গ। মার্ক এবং তাঁর স্ত্রী প্রিসিলা চানের একটি ফুটফুটে কন্যা সন্তান হয়েছে। নতুন হওয়া বাবা-মা তাঁদের সন্তানের খুশিতে, চাইছেন এই পৃথিবীটাকে আরও ভাল করে গড়ে তুলতে। তাই দুজনে সিদ্ধান্ত নিয়েছেন তাঁদের কোম্পানির ৯৯ শতাংশ শেয়ারই তাঁরা সমাজসেবায় দান করে দেবেন।

Updated By: Dec 2, 2015, 11:48 AM IST
 সদ্য বাবা হওয়া জুকেরবার্গ ফেসবুকের ৯৯ শতাংশ শেয়ার দিলেন সমাজসেবায়

ওয়েব ডেস্ক: এবার বাবা হেলন মার্ক জুকেরবার্গ। মার্ক এবং তাঁর স্ত্রী প্রিসিলা চানের একটি ফুটফুটে কন্যা সন্তান হয়েছে। নতুন হওয়া বাবা-মা তাঁদের সন্তানের খুশিতে, চাইছেন এই পৃথিবীটাকে আরও ভাল করে গড়ে তুলতে। তাই দুজনে সিদ্ধান্ত নিয়েছেন তাঁদের কোম্পানির ৯৯ শতাংশ শেয়ারই তাঁরা সমাজসেবায় দান করে দেবেন।
ফেসবুকে জুকেরবার্গ তাঁর কন্যার নাম (ম্যাক্সিমা)করে লিখেছেন যে, 'আমরা আমাদের পরবর্তী প্রজন্মের জীবনকে আরও সুন্দর করে গড়ে তুলেত আগ্রহী। তাই আমরা আমাদের কোম্পানি ফেসবুকের ৯৯ শতাংশ শেয়ার দিতে চাই গোটা বিশ্বের শিশুদের জন্য সমাজসেবায়। যাতে আমাদের পরবর্তী প্রজন্ম ভাল থাকে।এখন আমাদের ফেসবুক কোম্পানির শেয়ার ৪৫ বিলিয়ন আমেরিকান ডলার।আমি আর আমার স্ত্রী দুজনেই খুব খুশি আমাদের পরিবারে ম্যাক্সমা এসেছে।'

.