দাবানলের কবলে লস অ্যাঞ্জেলসের উত্তরাংশ

মার্কিন যুক্তরাষ্ট্রে লস অ্যাঞ্জেলসের উত্তরাংশ এখন ভয়াবহ দাবানলের কবলে। প্রায় কুড়ি হাজার একর জায়গা জুড়ে ছড়িয়ে পড়েছে দাবানলের প্রকোপ। আগুনে ক্ষতি হয়েছে বহু বাড়িঘরের। এলাকার প্রায় হাজারখানেক বহুতল খালি করিয়ে দিতে বাধ্য হয়েছে প্রশাসন।

Updated By: Jun 3, 2013, 12:42 PM IST

মার্কিন যুক্তরাষ্ট্রে লস অ্যাঞ্জেলসের উত্তরাংশ এখন ভয়াবহ দাবানলের কবলে। প্রায় কুড়ি হাজার একর জায়গা জুড়ে ছড়িয়ে পড়েছে দাবানলের প্রকোপ। আগুনে ক্ষতি হয়েছে বহু বাড়িঘরের। এলাকার প্রায় হাজারখানেক বহুতল খালি করিয়ে দিতে বাধ্য হয়েছে প্রশাসন।
লস অ্যাঞ্জেলসের প্রায় আশি কিলোমিটার উত্তর-পশ্চিমে অ্যাঞ্জেলস ন্যাশনাল ফরেস্টে ক্রমেই আরও ছড়াচ্ছে ভয়ঙ্কর হয়ে ওঠা এই দাবানল। আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে আহত হয়েছেন বেশ কয়েকজন দমকলকর্মী।
গত কয়েকদিন ধরে জ্বলছে আগুন। ঝোড়ো হাওয়া, তীব্র গরম এবং আপেক্ষিক আদ্রতার কারণে দাবানলের তীব্রতা ইতিমধ্যে কয়েকগুন বেড়ে গিয়েছে। আকাশপথেও জল ছিটিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন দমকলকর্মীরা। পাশের একটি শহর এবং বিদ্যুতের তারে যাতে কোনওভাবে আগুন না পৌঁছতে পারে তার জন্য সবরকম চেষ্টাচরিত্র করা হচ্ছে। ঘন ধোঁয়ার কারণে স্থানীয় সান্টা-ক্লারিটা ভ্যালি এবং স্যান-গ্যাব্রিয়েল ভ্যালি এলাকায় সতর্কতা জারি করেছে প্রশাসন।     

.