ইজরায়েলকে সমর্থনের পথ থেকে সরছে না ওয়াশিংটন, জানালেন জন কেরি, প্যালেস্তাইনে মৃত্যু সংখ্যা ৬০০ ছুঁল

গাজায় যুদ্ধবিরতির উদ্যোগ নিয়ে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার হল। কায়রোতে এ বিষয়ে রাষ্ট্রসঙ্ঘের সচিব বান কি মুন-এর সঙ্গে মার্কিন স্বারাষ্ট্র সচিব জন কেরি বৈঠক করলেন। যদিও জন কেরি জানিয়েছেন প্যালেস্তাইনে মৃত্যু মিছিল তাঁদের চিন্তার কারণ হলেও মার্কিন যুক্তরাষ্ট্র ইজরায়েলের প্রতি সমর্থন প্রত্যাহার করছে না। গাজায় ইজরায়েলের মিলিটারি আগ্রাসনকে হোয়াইট হাউস যথার্থ বলে মনে করেছে বলে সাফ জানিয়েছেন কেরি।

Updated By: Jul 22, 2014, 10:45 AM IST
ইজরায়েলকে সমর্থনের পথ থেকে সরছে না ওয়াশিংটন, জানালেন জন কেরি, প্যালেস্তাইনে মৃত্যু সংখ্যা ৬০০ ছুঁল

গাজা: গাজায় যুদ্ধবিরতির উদ্যোগ নিয়ে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার হল। কায়রোতে এ বিষয়ে রাষ্ট্রসঙ্ঘের সচিব বান কি মুন-এর সঙ্গে মার্কিন স্বারাষ্ট্র সচিব জন কেরি বৈঠক করলেন। যদিও জন কেরি জানিয়েছেন প্যালেস্তাইনে মৃত্যু মিছিল তাঁদের চিন্তার কারণ হলেও মার্কিন যুক্তরাষ্ট্র ইজরায়েলের প্রতি সমর্থন প্রত্যাহার করছে না। গাজায় ইজরায়েলের মিলিটারি আগ্রাসনকে হোয়াইট হাউস যথার্থ বলে মনে করেছে বলে সাফ জানিয়েছেন কেরি।

যদিও গাজায় মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ৪৭ মিলিয়ন মার্কিন ডলার সাহায্য পাঠানো হয়েছে।

ইজরায়েলি হানায় ইতিমধ্যে মৃত্যু হয়েছে অন্তত ৬০০ জন প্যালেস্তাইনির। অন্যদিকে, প্রাণ হারিয়েছে ২৯ জন ইজরায়েলি।

সোমবার গাজাতে ইজরায়েলি বোমারু বিমান হানায় ১৬ জন শিশু সহ মৃত্যু হয়েছে ৫৬ জনের।

 

.