নিজের সন্তান নেই, তাই কোকো দুটো বিড়াল ছানাকেই বড় করছে পরম মমতায়!

গোরিলারা কি আমাদের পূর্বপুরুষ! কেউ কেই খানিকটা তেমনই বলেন। ওদের মায়া মমতা কি আমাদের মতোই?

Updated By: Oct 22, 2015, 06:17 PM IST
  নিজের সন্তান নেই, তাই কোকো দুটো বিড়াল ছানাকেই বড় করছে পরম মমতায়!

ওয়েব ডেস্ক: গোরিলারা কি আমাদের পূর্বপুরুষ! কেউ কেই খানিকটা তেমনই বলেন। ওদের মায়া মমতা কি আমাদের মতোই?
আপনার উত্তর যা কিছু হতে পারে। কিন্তু যে গোরিলাটার কথা আমরা আপনাকে বলছি, তার মায়া মমতা একটু বেশিও হতে পারে।
আমেরিকার ক্যালিফোর্নিয়ায় গোরিলা ফাউন্ডেশন রেডউড সিটিতে থাকে সে। তার নাম কোকো। আর তার বয়স ৪৪ বছর। তার অনেক গুণ। সে অন্তত ২০০০ টি ইংরেজি শব্দ বুঝতে পারে। গোরিলাদের ভাষায় সে খুবই রপ্ত। অন্তত তার ট্রেনার ফ্রান্সাইন পিটারসনের মত তেমনই।
পিটারসেন জানিয়েছেন ১৯৮৪ সালে তাকে একটি বিড়ালের বাচ্চা দেওয়া হয়। কিন্তু কোকো তখনও এতটা শিক্ষিত হয়ে ওঠেনি। পরে বিড়ালের বাচ্চাটি মারা যায়র দুঃখ পেয়ে খুব কেঁদেছিল কোকো। এবার তার ৪৪তম জন্মদিনে দুটো বিড়ালের বাচ্চা উপহার দেওয়া হয়েছে তাকে।
বলাবাহুল্য, কোকোর এখন সারাদিন সময় কাটছে ওই বিড়াল ছানা দুটোকে নিয়েই। আসলে কোকোর নিজের কোনও বাচ্চা নেই। তা বলে কি বাচ্চা অ্যডপ্ট করতে পারে না সে! সত্যিই কোকো যে অনেক কিছু শিখয়ে দিল মানুষকেও!

.