JUST IN: মানবতার খাতিরে গাজায় ২৪ ঘণ্টার যুদ্ধবিরতিতে রাজি হামাস

Updated By: Jul 27, 2014, 05:35 PM IST
 JUST IN:  মানবতার খাতিরে গাজায় ২৪ ঘণ্টার যুদ্ধবিরতিতে রাজি হামাস

গাজা: ২৪ ঘণ্টার যুদ্ধবিরতি গাজায়। মানবতার খাতিরে ২৪ ঘণ্টার জন্য যুদ্ধবিরতিতে যেতে রাজি হয়েছে জঙ্গি সংগঠন হামাস। গাজার আটকে পড়া আহতদের সরাতে ক্রমাগত বাধা মুখে পরছিল প্রশাসন। উদ্ধারকার্য আটকে রয়েছে ১ দিন ধরে। ১২ ঘণ্টার যুদ্ধ বিরোতির পরই স্পষ্ট হয় গাজায় মৃতের সংখ্যা ইতিমধ্যেই হাজার ছাড়িয়েছে।

পরিস্থিতির ওপর নজর রেখে চলেছে রাষ্ট্রসংঘ। এদিন দুপুর ২টো থেকে যুদ্ধবিরতি শুরু হবে। চলবে ২৪ ঘণ্টা। এর আগে রাষ্ট্রসংঘ ১২ ঘণ্টার যুদ্ধ বিরততে রাজি করায় জঙ্গিগোষ্ঠী হামাসকে। পরিস্থিতি খারাপ দেখে যুদ্ধবিরতির সময় বাড়ানোর চেষ্টা আগেই করা হচ্ছিল রাষ্টসংঘের তরফে। অবশেষে তাঁদের কথা মানতে রাজি হল জঙ্গিগোষ্ঠী।

 

.