হিটলারের শেষ বডিগার্ড প্রয়াত

মারা গেলেন অ্যাডলফ হিটলারের শেষ বডিগার্ড রোকাস মিচ। জার্মানিতে ৯৬ বছর বয়সে মারা গেলেন তিনি। বার্লিনে হিটলারের বাঙ্কারের শেষ জীবিত মানুষ ছিলেন তিনি। বাঙ্কারে টেলিফোন অপারেটরের কাজ করতেন মিচ।

Updated By: Sep 6, 2013, 11:37 PM IST

মারা গেলেন অ্যাডলফ হিটলারের শেষ বডিগার্ড রোকাস মিচ। জার্মানিতে ৯৬ বছর বয়সে মারা গেলেন তিনি। বার্লিনে হিটলারের বাঙ্কারের শেষ জীবিত মানুষ ছিলেন তিনি। বাঙ্কারে টেলিফোন অপারেটরের কাজ করতেন মিচ।
২০০৯ সালে এ পি সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাতকারে হিটলার সম্পর্কে রোকাস জানান, "একজন সাধারণ মানুষ ছিলেন হিটলার....কোনও জন্তু নন, কোনও রাক্ষস নন।" তবে ৬০ লক্ষ ইহুদির হত্যা সম্পর্কে অপরাধ বোধ বা দায়িত্ব সংক্রান্ত প্রশ্ন তিনি এড়িয়ে গিয়েছিলেন বলে জানিয়েছে এ পি। পাঁচ বছর ধরে হিটলারের বডিগার্ড, কুরিয়ার ও টেলিফোন অপারেটরের দায়িত্ব সামলেছেন তিনি। বিবিসিকে দেওয়া এক সাক্ষাতকারে জানিয়েছিলেন, "কনসেনট্রেশন ক্যাম্প সম্পর্কে আমি জানতাম কিন্তু হত্যাকাণ্ড সম্পর্কে কিছু জানতাম না। তবে এটা সকলেরই মনে রাখা উচিত পৃথিবীতে কোনও যুদ্ধ এমন হয়নি যখন হত্যাকাণ্ড সংঘটিত হয়নি। এবং হবেও না।"
বর্তমানে পোল্যান্ডের অন্তর্গত অল্ট স্কলকোইটজ গ্রামে ১৯১৭ সালে জন্ম মিচের। ছোটবেলায় অনাথ হন তিনি। ২০ বছর বয়সে ওয়াফেন এসএস-এ যোগ দেওয়ার আগে পর্যন্ত পেন্টিংয়ে শিক্ষা নিয়েছিলেন মিচ।

.