আসছে `সাইজ জিরো` স্লিম স্মার্টফোন

স্মার্ট ফোনের পৃথিবীতে বিপ্লব আনছে চিন। দুনিয়ার সবচেয়ে স্লিম আর হালকা স্মার্ট ফোনের আত্মপ্রকাশ ঘটাতে চলেছে চিনের এক ফোন প্রস্তুতকারী সংস্থা। হুআই কোম্পানির এই ফোনের মডেলটির নাম অ্যাসলেন্ড পি সিক্স। ফোনটি মাত্র ৬.১৮ মিলিমিটার পুরু, ওজন মাত্র ২০ গ্রাম। ৪.৭ ইঞ্চির টাচস্ক্রিন আর দুটো ক্যামেরাযুক্ত এই ফোনের চাহিদা এখন থেকেই তুঙ্গে।

Updated By: Jun 19, 2013, 12:47 PM IST

স্মার্ট ফোনের পৃথিবীতে বিপ্লব আনছে চিন। দুনিয়ার সবচেয়ে স্লিম আর হালকা স্মার্ট ফোনের আত্মপ্রকাশ ঘটাতে চলেছে চিনের এক ফোন প্রস্তুতকারী সংস্থা। হুআই কোম্পানির এই ফোনের মডেলটির নাম অ্যাসলেন্ড পি সিক্স। ফোনটি মাত্র ৬.১৮ মিলিমিটার পুরু, ওজন মাত্র ২০ গ্রাম। ৪.৭ ইঞ্চির টাচস্ক্রিন আর দুটো ক্যামেরাযুক্ত এই ফোনের চাহিদা এখন থেকেই তুঙ্গে।
নিজের পকেটে এই সাইজজিরো ফোন রাখতে গেলে ভারতীয় মুদ্রায় দাম প্রায় ৩৫ হাজার টাকা খরচ করতে হবে। জুলাইয়ের শেষে ১৯টা দেশে বাজারে চলে আসছে। এই ফোন ভারতে আসতে পারে অক্টোবর নাগাদ। স্মার্ট ফোনের বিশ্ববাজারে স্যামসং ও অ্যাপেলের রমরমা এই রোগা ফোন ঠেকাতে পারে কিনা সেটাই দেখার।

.