সন্ত্রাসের সঙ্গে যুক্ত সন্দেহে চিনে আটক এক ভারতীয়, পরে মুক্তি

সন্ত্রাসের সঙ্গে যুক্ত সন্দেহে চিনে আটক করা হল এক ভারতীয়কে। পরে অবশ্য তাঁকে ছেড়ে দেওয়া হয়।

Updated By: Jul 18, 2015, 10:11 AM IST
সন্ত্রাসের সঙ্গে যুক্ত সন্দেহে চিনে আটক এক ভারতীয়, পরে মুক্তি

ওয়েব ডেস্ক: সন্ত্রাসের সঙ্গে যুক্ত সন্দেহে চিনে আটক করা হল এক ভারতীয়কে। পরে অবশ্য তাঁকে ছেড়ে দেওয়া হয়।

১১ জন ব্রিটিশ ও ৮ দক্ষিন আফ্রিকানের সঙ্গেই আটক করা হয় ৪৬ বছরের ভারতীয় রাজীব মোহন কুলশ্রেষ্ঠকে। প্রত্যেক অভিযুক্তই 'গিফট অফ গিভেরস' চ্যারিটির সদস্য। নিজেদের ঘরে নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠীর প্রচারমূলক ভিডিও দেখার অভিযোগে ডংশেং-এ প্রত্যেককে আটক করা হয়।

৪৭ দিনের জন্য চিন সফরে গিয়েছিলেন কুলশ্রেষ্ঠ। শুক্রবার ভারতে ফেরার অনুমতি দেওয়ার আগে তাঁকে বেজিংয়ে নিয়ে আসা হয়।

পূর্ব দিল্লির বসুন্ধরা এনক্লেভের বাসিন্দা কুলশ্রেষ্ঠ পেশায় ব্যবসায়ী। সারা শহরে বিখ্যাত শপিংমল গুলিতে তাঁর মোট ৬টি দোকান রয়েছে।

তাঁর এক পরিচত জানিয়েছেন দু'সপ্তাহ আগে ভ্রমণের উদ্দেশ্যেই চিনে গিয়েছিলেন কুলশ্রেষ্ঠ।

 

 

.