লন্ডনে ভারতীয় ছাত্রের উপর হামলার অভিযোগে ৩ জন ভারতীয়র বিরুদ্ধে চার্জ গঠন

লন্ডনে আক্রান্ত ভারতীয় ছাত্রের উপর হামলা চালানোর অভিযোগে ৩ জন ভারতীয়র বিরুদ্ধে খুনের চেষ্টার চার্জ গঠন করেছে মেট্রোপলিটন পুলিস। ধৃতদের নাম অমরেশ্বর আরভ, সাই কিশোর বালগুরি এবং নিশান্ত পুট্টাপকা। সোমবার থেম্‌স ম্যাজিস্ট্রেট কোর্টে হাজিরা দিতে হবে ধৃতদের।

Updated By: Feb 11, 2012, 08:37 PM IST

লন্ডনে আক্রান্ত ভারতীয় ছাত্রের উপর হামলা চালানোর অভিযোগে ৩ জন ভারতীয়র বিরুদ্ধে খুনের চেষ্টার চার্জ গঠন করেছে মেট্রোপলিটন পুলিস। ধৃতদের নাম অমরেশ্বর আরভ, সাই কিশোর বালগুরি এবং নিশান্ত পুট্টাপকা। সোমবার থেম্‌স ম্যাজিস্ট্রেট কোর্টে হাজিরা দিতে হবে ধৃতদের।
লন্ডন পুলিস এই মুহূর্তে এই ঘটনাকে জাতিবিদ্বেষ আখ্যা দিতে চায়নি।
শনিবার বিদেশমন্ত্রী এসএম কৃষ্ণা লন্ডনে ভারতের ভারপ্রাপ্ত হাই কমিশনার রাজেশ প্রসাদের সঙ্গে যোগাযোগ করেন। প্রবীণের বাবা সুধাকর রেড্ডিকে ব্রিটেনে যাওয়ার ভিসা দেওয়ার ক্ষেত্রেও সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে।
শুক্রবার সকালে পূর্ব লন্ডনের নিউহ্যাম বরোতে হামলা চালানো হয় আঠাশ বছরের প্রবীণ রেড্ডির উপরে। তিনি হায়দরাবাদের বাসিন্দা।
স্কটল্যান্ড ইয়ার্ড জানিয়েছে, প্রবীণের উপরে ছুরি নিয়ে হামলা চালিয়েছিল দুষ্কৃতীরা। এরপর শুক্রবার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টা নাগাদ প্রবীণকে সংকটজনক অবস্থায় নিউহ্যাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
এই নিয়ে গত দু`মাসে ৪ জন ভারতীয় ছাত্র আক্রান্ত হলেন। আগের তিনটি ঘটনায় আক্রান্তরা সকলেই মারা গিয়েছেন।

.