মেকআপ কেলেঙ্কারিতে জাপানের শিল্পমন্ত্রীর ইস্তফা

Updated By: Oct 20, 2014, 01:04 PM IST
মেকআপ কেলেঙ্কারিতে জাপানের শিল্পমন্ত্রীর ইস্তফা

 

ওয়েব ডেস্ক: আমাদের দেশে যেমন পশুখাদ্য, বস্ত্র, স্ট্যাপ কেলেঙ্কারি, জাপানে তেমন মেকআপ দুর্নীতি। ঠিকই ধরেছেন মেকআপ মানে হল রূপচর্চার সামগ্রী। আর এই মেকআপ কেলেঙ্কারির জেরে পদত্যাগ করতে হল জাপানের শিল্পমন্ত্রীকে। জাপানের শিল্পমন্ত্রী উকো ওবুচি সাজগোজের বিচারে একেবারে পারফেক্ট।

সব সময় সেজেগুজে 'পারফেক্ট' হয়ে তবে কাজে নামেন সুন্দরী শিল্পমন্ত্রী। কিন্তু শেষ অবধি সেই সাজগোজই কাল হল ওবিচির। রাজনৈতিক অননুদানের অর্থকে বেআইনিভাবে ব্যক্তিগত সাজগোজের জিনিস কিনে খরচ করেছেন বলে তাঁর মন্ত্রিত্ব গেল। অথচ প্রধানমন্ত্রী পদের জন্য তাঁকেই প্রধান দাবিদার মানা হচ্ছিল।

প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে বৈঠকের পর ৪০ বছরের উকো মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। জানিয়েছেন, পরে তিনি সাংবাদিক সম্মেলন করে নিজের বক্তব্য জানাবেন। জাপানের ওয়েবসাইটগুলিতে এই বিষয়ে লেখা হয় রাজনৈতিক অনুদানের শতাধিক কোটি ইয়েন বা প্রায় ৯৫ হাজার ডলার রাজনীতি বহির্ভুত কাজে ব্যবহার করার অভিযোগ ওঠায় তিনি পদত্যাগ করলেন।

.