প্রত্যর্পণের বিরুদ্ধে জুলিয়ান অ্যাসাঞ্জের আবেদন খারিজ

জোর ধাক্কা খেলেন জুলিয়ান অ্যাসাঞ্জ। সুইডেনে প্রত্যর্পণের বিরুদ্ধে তাঁর আবেদন খারিজ করে দিয়েছে ব্রিটেনের সুপ্রিম কোর্ট। যৌন হেনস্থার জোড়া মামলায় অভিযুক্ত উইকিলিক্‌স-এর প্রতিষ্ঠাতাকে সুইডেনে প্রত্যর্পণের ব্যাপারে লন্ডন হাইকোর্টের দুই বিচারপতির বেঞ্চের পূর্ব সিদ্ধান্তই বহাল রেখেছে ব্রিটিশ মুলুকের শীর্ষ আদালত।

Updated By: May 30, 2012, 03:40 PM IST

জোর ধাক্কা খেলেন জুলিয়ান অ্যাসাঞ্জ। সুইডেনে প্রত্যর্পণের বিরুদ্ধে তাঁর আবেদন খারিজ করে দিয়েছে ব্রিটেনের সুপ্রিম কোর্ট। যৌন হেনস্থার জোড়া মামলায় অভিযুক্ত উইকিলিক্‌স-এর প্রতিষ্ঠাতাকে সুইডেনে প্রত্যর্পণের ব্যাপারে লন্ডন হাইকোর্টের দুই বিচারপতির বেঞ্চের পূর্ব সিদ্ধান্তই বহাল রেখেছে ব্রিটিশ মুলুকের শীর্ষ আদালত। রানির মুলুকের আইন অনুযায়ী সুপ্রিম কোর্টের এই রায়ের ফলে আগামী ১০ দিনের মধ্যে সুইডেনে প্রত্যর্পণ করতে হবে অ্যাসাঞ্জকে।
উইকিলিকস প্রতিষ্ঠাতার বিরুদ্ধে সুইডেনে ২০১০ সালের দু`টি যৌন হেনস্থার মামলা রয়েছে। যদিও অ্যাসাঞ্জ তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয়  অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, উদ্দেশ্যপ্রণোদিত ভাবেই তাঁর বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়েছে। এর আগে নিম্ন আদালত এবং লন্ডন হাইকোর্ট সুইডেন সরকারের আবেদন সাড়া দিয়ে জুলিয়ান অ্যাসাঞ্জকে সে দেশে প্রত্যর্পণের নির্দেশ দেয়। সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিলেন ৪০ বছরের উইকিলিক্‌স-প্রতিষ্ঠাতা। এদিন ব্রিটেনের সুপ্রিম কোর্টের প্রেসিডেন্ট লর্ড ফিলিপস জানিয়েছেন, জুরি বোর্ডে ৫-২ ভোটে খারিজ হয়ে গেছে অ্যাসাঞ্জের আবেদন। অবশ্য এতেও দমছেন না অ্যাসাঞ্জের আইনজীবীরা। সুইডিশ কর্তৃপক্ষের হেফাজতে থাকলে তাঁদের মক্কেলের প্রাণনাশের সম্ভাবনা আছে জানিয়ে ইউরোপীয় মানবাধিকার আদালতের দ্বারস্থ হওয়ার কথা জানিয়েছেন তাঁরা।

.