কিয়েভের আন্দোলনের আগুনে ১৩ জনের মৃত্যু

আন্দোলনকারীদের সঙ্গে পুলিসের সংঘর্ষে অগ্নিগর্ভ ইউক্রেনের রাজধানী কিয়েভ। মঙ্গলবারের সংঘর্ষে কমপক্ষে ১৩ জনের মৃত্যু হয়েছে। কিয়েভে পার্লামেন্টের বাইরে লাগাতার প্রতিবাদ কর্মসূচি চলছে। প্রতিবাদীদের সরাতে গেলে পুলিসের সঙ্গে তাঁদের খণ্ডযুদ্ধ বেঁধে যায়।

Updated By: Feb 19, 2014, 10:21 AM IST

------------------------------------------
আন্দোলনকারীদের সঙ্গে পুলিসের সংঘর্ষে অগ্নিগর্ভ ইউক্রেনের রাজধানী কিয়েভ। মঙ্গলবারের সংঘর্ষে কমপক্ষে ১৩ জনের মৃত্যু হয়েছে। কিয়েভে পার্লামেন্টের বাইরে লাগাতার প্রতিবাদ কর্মসূচি চলছে। প্রতিবাদীদের সরাতে গেলে পুলিসের সঙ্গে তাঁদের খণ্ডযুদ্ধ বেঁধে যায়।

আজ সন্ধের মধ্যে ইন্ডিপেন্ডেন্স স্কোয়ারের বিক্ষোভ অবস্থান বন্ধ করার নির্দেশ দিয়েছে প্রশাসন। কড়া নিরাপত্তার বেষ্টনি গোটা দেশ জুড়ে। প্রতিবাদীদের হটাতে আনা হয়েছে জল কামানও। তবে সরকারের নির্দেশ মানতে নারাজ আন্দোলনকারীরা। প্রেসিডেন্ট ইয়ানুকোভিচকে বিরোধীদের সঙ্গে ফের আলোচনা শুরু করতে পরামর্শ দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রও।

কিন্তু আন্দোলনকারীরা কিছুতেই পিছু হটতে নারাজ। আর বড় আন্দোলনের হুমকি দিয়েছেন তাঁরা।

Tags:
.