তরল রাসায়নিক প্রয়োগ হয়েছিল সের্গেই স্ক্রিপালের শরীরে, দাবি ব্রিটেন পুলিসের

ব্রিটেন এই অভিযোগ গোড়া থেকেই খারিজ করেছে রাশিয়া। কিন্তু এর জের পৌঁছয় আন্তর্জাতিক স্তরে। ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র-সহ ইউরোপীয় ইউনিয়নের একাধিক দেশ রুশ কূটনীতিকদের বহিষ্কার করে

Updated By: Apr 17, 2018, 08:29 PM IST
তরল রাসায়নিক প্রয়োগ হয়েছিল সের্গেই স্ক্রিপালের শরীরে, দাবি ব্রিটেন পুলিসের

নিজস্ব প্রতিবেদন: তরল রাসায়নিক প্রয়োগ করা হয়েছিল সাবেক রুশ গুপ্তচর সের্গেই স্ক্রিপাল এবং তাঁর মেয়েকে। এমনই খবর প্রকাশ হয়েছে বিবিসির একটি প্রতিবেদনে। চলতি বছর মার্চে সের্গেই স্ক্রিপাল এবং তাঁর মেয়ে জুলি স্ক্রিপালকে নার্ভ এজেন্ট (রাসায়নিক হামলা) প্রয়োগ করা হয়। অভিযোগ তির ওঠে রাশিয়ার দিকে।

আরও পড়ুন- সিরিয়ায় রাসায়নিক হামলার প্রমাণ লোপাটের চেষ্টায় বাশার সরকার, অভিযোগ মার্কিন যুক্তরাষ্ট্রের

ব্রিটেন এই অভিযোগ গোড়া থেকেই খারিজ করেছে রাশিয়া। কিন্তু এর জের পৌঁছয় আন্তর্জাতিক স্তরে। ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র-সহ ইউরোপীয় ইউনিয়নের একাধিক দেশ রুশ কূটনীতিকদের বহিষ্কার করে। পাল্টা পদেক্ষপ করে রাশিয়াও। স্ক্রিপাল কাণ্ড ছাপিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বেনজির ‘ঠান্ডা লড়াই’ শুরু হয় রাশিয়ার সঙ্গে।

আরও পড়ুন- ফের ক্ষেপণাস্ত্র হামলা সিরিয়ায়, দাবি বাশারের মিডিয়ার

প্রসঙ্গত, সলসবেরির নিজ ভবনে বেহুঁশ অবস্থায় সের্গেই স্ক্রিপাল এবং তাঁর মেয়েকে উদ্ধার করে ব্রিটেন পুলিস। 

.