চিনে আছে সাদা সমুদ্রের শহর, চলুন শীতে বেরিয়ে আসি

ক্রিসমাসের আগে নয়া সাজে চিনের লিউপ্যানশুই শহর। শহরটি কার্যত পরিণত হয়েছে সাদা সমুদ্রে। জল নয়। বরফের সাজে সেজেছে শহর।  আর এ দেখতেই ভিড় জমিয়েছেন অসংখ্য মানুষ।  তাঁর আসছেন, ছবি তুলছেন। আর বরফের শোভা লুটে পুটে উপভোগ করছেন।

Updated By: Dec 14, 2014, 12:00 PM IST
চিনে আছে সাদা সমুদ্রের শহর, চলুন শীতে বেরিয়ে আসি

ওয়েব ডেস্ক: ক্রিসমাসের আগে নয়া সাজে চিনের লিউপ্যানশুই শহর। শহরটি কার্যত পরিণত হয়েছে সাদা সমুদ্রে। জল নয়। বরফের সাজে সেজেছে শহর।  আর এ দেখতেই ভিড় জমিয়েছেন অসংখ্য মানুষ।  তাঁর আসছেন, ছবি তুলছেন। আর বরফের শোভা লুটে পুটে উপভোগ করছেন।

গোটা পার্ক। ময়দান সবেতেই এখন বরফের আস্তরণ। কী কী পাবেন সেখানে। থাকবে বরফের পার্ক। আইস স্কেটং। আরও হাজারও শীতের খেলা। আসলে এই শহরের অনেকটা জুড়েই রয়েছে ছোট ছোট হ্রদ জলাশয়। ফলে পারদ নিচের দিকে নামতেই সেই সব জলাশয় গুলো বরয় সাদা হয়ে যায়।

 

.