তীব্র ভূমিকম্প জাপানে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৮.৫

ভয়াবহ ভূমিকম্পে কাঁপল জাপান। রিখটার স্কেলে শনিবার সন্ধের এই কম্পনের মাত্রা ৮.৫। যদিও এখনও পর্যন্ত কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

Updated By: May 30, 2015, 06:23 PM IST
তীব্র ভূমিকম্প জাপানে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৮.৫

ওয়েব ডেস্ক: ভয়াবহ ভূমিকম্পে কাঁপল জাপান। রিখটার স্কেলে শনিবার সন্ধের এই কম্পনের মাত্রা ৮.৫। যদিও এখনও পর্যন্ত কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

টোকিয়র দক্ষিণে ওগাসাওয়ারা দ্বীপে এই ভূমিকম্পের এপিসেন্টার। গোটা জাপান জুড়েই এই কম্পন তীব্রভাবে অনুভূত হয়েছে। ইতিমধ্যে, এনএইচকে-এর পাবলিক বর্ডকাস্টার জানিয়েছেন এই মুহূর্তে সুনামির সতর্কতা নেই।

মার্কিনি জিওলজিকাল সার্ভে অবশ্য জানিয়েছে এই ভূমিকম্পের মাত্রা ৭.৮। যদিও দ্য প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টারের মতে এই কম্পনের মাত্রা ৮.৫।

টোকিওর বড় বড় ইমারত এই ভূমিকম্পের জেরে কেঁপে উঠেছে। তবে, ফুকুসিমা পারমাণবিক কেন্দ্রে এর কোনও খারাপ প্রভাব পড়েনি। জাপানের বিমান চলাচল স্বাভাবিক আছে। বিদ্যুতের সমস্যার জেরে টোকিয় ও ওসাকার মধ্যে হাইস্পিড বুলেট ট্রেনের সার্ভিস ব্যহত হয়েছে।

প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, আজ বিকেল সাড়ে ৫টা নাগাদ দিল্লি ও পার্শ্ববর্তী অঞ্চলে মৃদু কম্পন অনুভূত হয়েছে।

 

.