মানুষের জন্য কাজ করার ইচ্ছা প্রকাশ মালালার

ঈশ্বর তাকে নতুন জীবন দিয়েছেন বলে মনে করে সে। মানুষের জন্য কাজ করতে চাই। সকল কিশোরী, শিশুকে শিক্ষিত দেখতে চাই। বার্মিংহামের কুইনস এলিজাবেথ হাসপাতালে জোড়া অস্ত্রোপচার সফল হওয়ার পর সংবাদমাধ্যমকে দেওয়া প্রথম সাক্ষাতকারে এমনটাই জানালেন পাকিস্তানের কিশোরী মালালা ইউসুফজাই। 

Updated By: Feb 5, 2013, 11:00 AM IST

ঈশ্বর তাকে নতুন জীবন দিয়েছেন বলে মনে করে সে। মানুষের জন্য কাজ করতে চাই। সকল কিশোরী, শিশুকে শিক্ষিত দেখতে চাই। বার্মিংহামের কুইনস এলিজাবেথ হাসপাতালে জোড়া অস্ত্রোপচার সফল হওয়ার পর সংবাদমাধ্যমকে দেওয়া প্রথম সাক্ষাতকারে এমনটাই জানালেন পাকিস্তানের কিশোরী মালালা ইউসুফজাই। 
মালালার দ্রুত আরোগ্য কামনায় হাসপাতালে প্রচুর কার্ড পাঠিয়েছেন তাঁর শুভাকাঙ্খীরা। শনিবার হাসপাতালে জোড়া অস্ত্রোপচার হয় মালালার। মস্তিস্কে টিটানিয়াম পাত বসানো হয়েছে। বাঁ কানে শুনতে না পাওয়ার সমস্য থাকায় করা হয়েছে ককলিয়ার ইমপ্ল্যান্টেশনও। অস্ত্রোপচারের পর মালালার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন হাসপাতালের চিকিত্সকেরা। ইতিমধ্যেই দেশে শিক্ষার প্রসারের জন্য একটি ফান্ডও গঠন করেছে পাকিস্তানের পনেরো বছরের এই কিশোরী।   

.