মালয়েশিয়া বিমানের হদিশ মেলার ইঙ্গিত দিল অস্ট্রেলিয়া সরকার

১৩ দিনের মাথায় কি হদিশ মিলল MH370 মালয়েশিয়ার বিমান! তবে সেটা অনুমানের ভিত্তিতে অস্ট্রেলিয়ান মেরিটাইম সেফটি অথোরিটির ম্যানেজার জন ইয়ঙ জানাচ্ছেন, তাঁদের স্যাটেলাইটে দুটি অস্পষ্ট বস্তু দেখা গেছে। তাঁরা মনে করছেন, এটি হতে পারে MH370-র ধ্বংসাবশেষ।

Updated By: Mar 20, 2014, 02:25 PM IST

১৩ দিনের মাথায় কি হদিশ মিলল MH370 মালয়েশিয়ার বিমান! তবে সেটা অনুমানের ভিত্তিতে অস্ট্রেলিয়ান মেরিটাইম সেফটি অথোরিটির ম্যানেজার জন ইয়ঙ জানাচ্ছেন, তাঁদের স্যাটেলাইটে দুটি অস্পষ্ট বস্তু দেখা গেছে। তাঁরা মনে করছেন, এটি হতে পারে MH370-র ধ্বংসাবশেষ।

অস্ট্রেলিয়ান মেরিটাইম সেফটি অথোরিটি (AMSA) থেকে জানানো হচ্ছে, প্রায় ২৪ মিটার একটি বস্তু ছবিতে ধরা পড়েছে দক্ষিণ ভারত মহাসাগরের উপর। তার সঙ্গে আরও একটি তুলনামূলক ছোট বস্তু রয়েছে। অস্ট্রেলিয়া প্রশাসনের তরফ থেকে জানা যাচ্ছে, তল্লাসিকার্যে ৪টি বিমান ও ২ টি জাহাজ পাঠানো হয়েছে। দক্ষিণ ভারত মহাসাগরের এমন জায়গায় ধ্বংসাবশেষ দেখা গেছে যেখানে তল্লাসি চালানো খুব সময়সাপেক্ষ।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবট সরকারিভাবে এই খবরটি জানান। তিনি আরও জানিয়েছেন "বিশেষজ্ঞরা তদন্ত করে দেখছেন স্যাটেলাইটে আসা ধ্বংসাবশেষের ছবি। তবে আমাদের মাথায় রাখা দরকার সঠিক জায়গাটিকে সনাক্ত করা দুঃসাধ্য। আর এটা যে MH370 বিমানের ধ্বংসাবশেষ হবে সঠিকভাবে বলা যাচ্ছে না"।তিনি আরও জানিয়েছেন, মালয়েশিয়া কতৃপক্ষকে সর্বশেষ সংবাদ দেওয়া হয়েছে।

ASMA-র থেকে জানান ২৪ মিটার (৭৮ ফুট ৯ ইঞ্চি) যে ধ্বংসাবশেষ পাওয়া গেছে তার পরিপ্রেক্ষিতে মালয়েশিয়া বিমানের আয়তন দেওয়া হল

Wing span 60.9 metres (199 feet 10 inches)

Overall length 63.7 metres (209 feet)

Tail Height 18.5 metres (60 feet 9 inches)

Fuselage Diameter 6.19 metres (20 feet 4 inches)

.