মিস ইউনিভার্সের বাছাই পর্ব

কাল তেষট্টিতম মিস ইউনিভার্সের ফাইনাল রাউন্ড। সেখানেই বিশ্বের সেরা সুন্দরীরনাম ঘোষণা হবে। তার আগে মায়ামিতে হল বাছাই পর্ব। সেখানে মোট অষ্টআশিটি দেশের সুন্দরীরা অংশ নিয়েছিলেন। এদিকে বাছাই পর্ব চলাকালীন মধ্য এশিয়ার যুযুধান দুই রাষ্ট্র ইজরায়েল এবং লেবাননের দুই প্রতিযোগীর পাশাপাশি দাঁড়িয়ে হাঁসি মুখে তোলা ছবি ঘিরে শুরু হয়েছে বিতর্ক।

Updated By: Jan 24, 2015, 12:04 PM IST
মিস ইউনিভার্সের বাছাই পর্ব

ওয়েব ডেস্ক: কাল তেষট্টিতম মিস ইউনিভার্সের ফাইনাল রাউন্ড। সেখানেই বিশ্বের সেরা সুন্দরীরনাম ঘোষণা হবে। তার আগে মায়ামিতে হল বাছাই পর্ব। সেখানে মোট অষ্টআশিটি দেশের সুন্দরীরা অংশ নিয়েছিলেন। এদিকে বাছাই পর্ব চলাকালীন মধ্য এশিয়ার যুযুধান দুই রাষ্ট্র ইজরায়েল এবং লেবাননের দুই প্রতিযোগীর পাশাপাশি দাঁড়িয়ে হাঁসি মুখে তোলা ছবি ঘিরে শুরু হয়েছে বিতর্ক।

সোস্যাল মিডিয়ার দৌলতে দুই সুন্দরীর ছবি ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। আর এতেই ক্ষুব্ধ দুই ইজরায়েল ও লেবাননবাসী। তবে মিস ইউনিভার্সের আয়োজকরা কিন্তু এই ছবিকে বিশ্ব শান্তির প্রতীক হিসেবেই মনে করছেন।

 

.