মঙ্গলে জলের উপস্থিতির প্রমাণ দিল কিউরিওসিটি, জোরালো হল লালগ্রহে প্রাণের সম্ভাবনা

মঙ্গলে জলের উপস্থিতির নতুন প্রমাণ পেল নাসার কিউরিওসিটি রোভার। সৌরজগতে প্রায় পৃথিবীর প্রথম এই গ্রহে মাইক্রোবিয়াল জীবনের উপস্থিতির সম্ভাবনা আরও জোড়াল হল।

Updated By: Dec 9, 2014, 01:32 PM IST
 মঙ্গলে জলের উপস্থিতির প্রমাণ দিল কিউরিওসিটি, জোরালো হল লালগ্রহে প্রাণের সম্ভাবনা

ওয়েব ডেস্ক: মঙ্গলে জলের উপস্থিতির নতুন প্রমাণ পেল নাসার কিউরিওসিটি রোভার। সৌরজগতে প্রায় পৃথিবীর প্রথম এই গ্রহে মাইক্রোবিয়াল জীবনের উপস্থিতির সম্ভাবনা আরও জোড়াল হল।

কিউরিওসিটির পাঠানো ছবি ও অনান্য তথ্য অনুযায়ী মঙ্গলে একসময় নদীর জল গিয়ে পড়ত এক বা একাধিক হ্রদে। এই হ্রদটি গ্যালে ক্রেট নামের পাথুরে একটি খাদে এই হ্রদের অবস্থান ছিল।

নাসা জানিয়েছে এই সব ছবি ও তথ্য থেকে বোঝা যায় প্রাচীন সময়ে মঙ্গলে এমন জলবায়ু ছিল যার ফলে লালগ্রহের একাধিক স্থানে বেশ কিছু হ্রদ তৈরি হয়েছিল।

লক্ষ লক্ষ বছর ধরে একটি হ্রদের বুকে পলি ও বর্জ্য জমা হয়েই মঙ্গলের মাউন্ট শার্প তৈরি হয়েছে বলে দাবি করেছেন নাসার বিজ্ঞানীরা।  

 

.