কলম্বিয়ার নয়া প্রেসিডেন্ট ইভান দোকে

প্রাক্তন কলম্বিয়া প্রেসিডেন্ট আলভারো উরিবের খাস ব্যক্তি ইভান। ওয়াশিংটনের ইন্টার-আমেরিকান ডেভেলপমেন্ট ব্যাঙ্কে কর্মরত অবস্থায়  আলভারো আহ্বানে রাজনীতিতে যোগ দেন দোকে

Updated By: Jun 18, 2018, 05:41 PM IST
কলম্বিয়ার নয়া প্রেসিডেন্ট ইভান দোকে

নিজস্ব প্রতিবেদন: প্রথম রাউন্ডে নির্বাচনে কোনও দলই সংখ্যাগরিষ্ঠতা পায়নি। কিন্তু দ্বিতীয় রাউন্ডে ৫০ শতাংশের বেশি ভোট পেয়ে কলম্বিয়ায় সরকার গড়ার পথে ডেমোক্র্যাটিক সেন্টার পার্টি। নিকটতম প্রার্থী হিউমেন কলম্বিয়ার গুস্তাভো পেত্রোকে ২০ লক্ষের বেশি ভোটে হারিয়ে কলম্বিয়ার প্রেসিডেন্ট হতে চলেছেন ইভান দোকে।

আরও পড়ুন- ভিনদেশে প্রথম ইদ পালন করে খুশি রোহিঙ্গারাও

প্রাক্তন কলম্বিয়া প্রেসিডেন্ট আলভারো উরিবের খাস ব্যক্তি ইভান। ওয়াশিংটনের ইন্টার-আমেরিকান ডেভেলপমেন্ট ব্যাঙ্কে কর্মরত অবস্থায়  আলভারো আহ্বানে রাজনীতিতে যোগ দেন দোকে। ২০১৪ সালের নির্বাচনে জিতে সেনেটর হন তিনি। দোকের কাজকর্মের মধ্যে কি প্রাক্তন প্রেসিডেন্ট অ্যালভারোর ছায়া দেখা যাবে কি না সে বিষয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও সেই অভিযোগ খারিজ করে দোকে বলেন, “আমি একজন স্বতন্ত্র মানুষ।”

আরও পড়ুন- পরমাণু নিরস্ত্রীকরণে কিমকে সময় দিতে স্থগিত রাখছে মার্কিন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া যৌথ মহড়া

পাঁচ দশকের বেশি ধরে চলা গেরিলা যুদ্ধে বিপর্যস্ত কলম্বিয়া ২০১৬ সালে প্রথম শান্তি চুক্তিতে আবদ্ধ হন। প্রাক্তন কলম্বিয়া প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল সান্তোস এবং রিভলিউশানারি আর্মড ফোর্স (এফএআর) নেতা জিমেনেজ সহমতের ভিত্তিতে এই চুক্তি প্রক্রিয়াকে সফল করেন। এর আগে গেরিলা যুদ্ধে মৃত্যু হয়েছে প্রায় ২ লক্ষ মানুষের। ফলে দেশের অভ্যন্তরে রাজনৈতিক অস্থিরতা কাটিয়ে কতটা শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন দোকে, সে দিকেই তাকিয়ে কলম্বিয়ার নাগরিকরা। তবে, জয়লাভের পর দোকে জানিয়েছেন, “পরিস্থিতির পরিবর্তন হবেই। যুদ্ধে ক্ষতিগ্রস্থ মানুষদের পাশে থাকবে সরকার।”

আরও পড়ুন- ইদের দিনেও হিংসা অব্যাহত নাইজেরিয়ায়, জোড়া বিস্ফোরণে হত ৩১

.