সন্ত্রাস দমনে পাকিস্তানের ওপর চাপ বাড়ালেন মার্কিন প্রেসিডেন্ট ওবামা

  সন্ত্রাস দমনে পাকিস্তানের ওপর চাপ বাড়ালেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। বললেন, শরিফ সরকারকে জঙ্গিদের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখাতেই হবে। জঙ্গি ঘাঁটি ধ্বংস করতে আরও কড়া পদক্ষেপ করতে হবে ইসলামাবাদকে। সংবাদসংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাত্‍কারে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ভারত দীর্ঘদিন ধরে সন্ত্রাসবাদের স্বীকার। পাঠানকোট হামলা তারই এক উদাহরণ। তবে, সন্ত্রাস দমনে ইদানিং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ যেভাবে নিজেদের মধ্যে যোগাযোগ রেখে চলেছেন তার প্রশংসা করেছেন ওবামা। পাঠানকোট হামলার পরও এই উদ্যোগ চালু থাকার কৃতিত্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই দিয়েছেন তিনি। মোদী ক্ষমতায় আসার পর দিল্লি-ওয়াশিংটন সম্পর্ক আরও মজবুত হয়েছে বলেও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

Updated By: Jan 24, 2016, 09:55 PM IST
 সন্ত্রাস দমনে পাকিস্তানের ওপর চাপ বাড়ালেন মার্কিন প্রেসিডেন্ট ওবামা

ওয়েব ডেস্ক:  সন্ত্রাস দমনে পাকিস্তানের ওপর চাপ বাড়ালেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। বললেন, শরিফ সরকারকে জঙ্গিদের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখাতেই হবে। জঙ্গি ঘাঁটি ধ্বংস করতে আরও কড়া পদক্ষেপ করতে হবে ইসলামাবাদকে। সংবাদসংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাত্‍কারে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ভারত দীর্ঘদিন ধরে সন্ত্রাসবাদের স্বীকার। পাঠানকোট হামলা তারই এক উদাহরণ। তবে, সন্ত্রাস দমনে ইদানিং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ যেভাবে নিজেদের মধ্যে যোগাযোগ রেখে চলেছেন তার প্রশংসা করেছেন ওবামা। পাঠানকোট হামলার পরও এই উদ্যোগ চালু থাকার কৃতিত্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই দিয়েছেন তিনি। মোদী ক্ষমতায় আসার পর দিল্লি-ওয়াশিংটন সম্পর্ক আরও মজবুত হয়েছে বলেও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

.