অফিস কামাই করার সেরা লোককে চিনুন!

কাজে ফাকি দিতে আপনিও চান? কিন্তু বেশি দিন কীভাবে অফিস কামাই করে থাকতে হয়, তা বোধহয় জানা নেই? ড়জোর জ্বর হয়েছে, কিংবা পেট খারাপ বলে এক আধদিন ছুটি টুটি নেন হয়তো। কিন্তু এই ঘটনা শুনলে চমকে যাবেন। কারণ, শুধুমাত্র অসুস্থতার অজুহাতে ছ'বছর ধরে কাজে ফাঁকি দিয়েছিলেন স্পেনের এক সরকারি কর্মকর্তা। এই অভিযোগে তার ২৭ হাজার ইউরো জরিমানা করা হয়। গণমাধ্যমের সাংবাদিকরা এখন তার পেছনে লাগায় এই কর্মকর্তাকে আত্মগোপনে যেতে হয়েছে। জোয়াকিম গার্সিয়া যে বছরের পর বছর ছুটি কাটিয়েছেন অসুস্থতার ভান করে সেটি ধরা পড়েছিল তার প্রাপ্য ছুটির জন্য আবেদন করার পর। ৬৯ বছর বয়সী জোয়াকিম গার্সিয়া একটি বর্জ্য পানীয় পরিশোধনাগারে কাজ করতেন।

Updated By: Feb 12, 2016, 06:30 PM IST
অফিস কামাই করার সেরা লোককে চিনুন!

ওয়েব ডেস্ক: কাজে ফাকি দিতে আপনিও চান? কিন্তু বেশি দিন কীভাবে অফিস কামাই করে থাকতে হয়, তা বোধহয় জানা নেই? ড়জোর জ্বর হয়েছে, কিংবা পেট খারাপ বলে এক আধদিন ছুটি টুটি নেন হয়তো। কিন্তু এই ঘটনা শুনলে চমকে যাবেন। কারণ, শুধুমাত্র অসুস্থতার অজুহাতে ছ'বছর ধরে কাজে ফাঁকি দিয়েছিলেন স্পেনের এক সরকারি কর্মকর্তা। এই অভিযোগে তার ২৭ হাজার ইউরো জরিমানা করা হয়। গণমাধ্যমের সাংবাদিকরা এখন তার পেছনে লাগায় এই কর্মকর্তাকে আত্মগোপনে যেতে হয়েছে। জোয়াকিম গার্সিয়া যে বছরের পর বছর ছুটি কাটিয়েছেন অসুস্থতার ভান করে সেটি ধরা পড়েছিল তার প্রাপ্য ছুটির জন্য আবেদন করার পর। ৬৯ বছর বয়সী জোয়াকিম গার্সিয়া একটি বর্জ্য পানীয় পরিশোধনাগারে কাজ করতেন।

গার্সিয়া অবশ্য তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন। তিনি দাবি করেন যে তাকে হয়রানি করা হচ্ছে। তার উর্ধ্বতন কর্মকর্তা দাবি করেছেন যে বছরের পর বছর তিনি গার্সিয়াকে কাজে আসতে দেখেননি। গার্সিয়ার ঘনিষ্ঠ লোকজন অবশ্য দাবি করছেন তিনি কাজে যেতেন ঠিকই, তবে সারাদিনের জন্য নয়। তিনি দর্শনশাস্ত্র অধ্যায়নেই বেশি সময় দিতেন।

.