দুই জঙ্গিকে ফাঁসি দিল পাকিস্তান

পেশোয়ারের ঘটনার পরেই জঙ্গিদের শাস্তিতে কড়া হচ্ছে পাকিস্তান। বেসরকারি সূত্রের খবর, ২০০৯ রাওয়ালপিন্ডিতে সেনা সদরদফতরে হামলা  ও পাক সেনা প্রধান মুশারফের হত্যার চেষ্টায় অভিযুক্ত দুই জঙ্গির ফাঁসি হয়েছে।

Updated By: Dec 20, 2014, 09:56 AM IST
দুই জঙ্গিকে ফাঁসি দিল পাকিস্তান

ইসলামাবাদ: পেশোয়ারের ঘটনার পরেই জঙ্গিদের শাস্তিতে কড়া হচ্ছে পাকিস্তান। বেসরকারি সূত্রের খবর, ২০০৯ রাওয়ালপিন্ডিতে সেনা সদরদফতরে হামলা  ও পাক সেনা প্রধান মুশারফের হত্যার চেষ্টায় অভিযুক্ত দুই জঙ্গির ফাঁসি হয়েছে।

 যদিও সরকারি তরফে এনিয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি।  পাকিস্তানেরই দুই বেসরকারি টিভি চ্যানেলে জানানো হয়েছে নাশকতার ঘটনায় অভিযুক্ত সতেরো জঙ্গির মধ্যে ফৈজালাবাদ জেলে আকিল ও মাহমুদ নামে দুই জঙ্গির ফাঁসি দেওয়া হয়েছে।

মঙ্গলবার পেশোয়ারের স্কুলে জঙ্গি নাশকতায় ১৪৯ জন স্কুল পড়ুয়ার মৃত্যুর পর, কড়া পদক্ষেপ নিয়েছে পাক সরকার। গত ৬ বছর পর ফাঁসির আদেশ কার্যকর করল সরকার।

 

.