পাঞ্জাব স্বরাষ্ট্র মন্ত্রককে হাফিজ সইদের নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশ পাকিস্তানের

জামাত-উদ-দাওয়া প্রধান হাফিজ সইদের নিরাপত্তা নিশ্চিত করতে উদ্যোগ নিল পাক সরকার। কারণ জামাত প্রধানকে হত্যা করার জন্য বিদেশি গোয়েন্দা সংস্থা ষড়‌যন্ত্র করেছে। এমনটাই দাবি করছে সে দেশের কাউন্টার টেররিজম অথরিটি।

Updated By: Nov 11, 2017, 06:46 PM IST
পাঞ্জাব স্বরাষ্ট্র মন্ত্রককে হাফিজ সইদের নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশ পাকিস্তানের

নিজস্ব প্রতিবেদন: জামাত-উদ-দাওয়া প্রধান হাফিজ সইদের নিরাপত্তা নিশ্চিত করতে উদ্যোগ নিল পাক সরকার। কারণ জামাত প্রধানকে হত্যা করার জন্য বিদেশি গোয়েন্দা সংস্থা ষড়‌যন্ত্র করেছে। এমনটাই দাবি করছে সে দেশের কাউন্টার টেররিজম অথরিটি।

সম্প্রতি পাকিস্তানের ন্যাশনাল কাউন্টার টেররিজম অথরিটি পঞ্জাব সরকারকে জানিয়েছে, হাফিজ সইদকে খুন করার জন্য একটি জঙ্গি সংগঠনের ২ সদস্যকে ৮ কোটি টাকা দেওয়া হয়েছে। ফলে তাঁর নিরাপত্তার ব্যাপারে কড়াকড়ি করতে হবে।

উল্লেখ্য, গত বছর ৩০ জানুয়ারি থেকে লাহোরে গৃহবন্দি করে রাখা হয়েছে হাফিজ সইদকে। তার বিরুদ্ধে জঙ্গি দমন আইনে অভি‌যোগ এনেছে পাক সরকার।

আগামী ২৬ নভেম্বর প‌র্যন্ত সইদকে বন্দি রাখার নির্দেশ রয়েছে। পাক জঙ্গি দমন অথরিটির দাবি, সইদকে মুক্তি দেওয়া হলে আইন শৃঙ্খলার অবনতি হতে পারে।

আরও পড়ুন-ফের মুকুল রায়ের অভিযোগ খারিজ করল নবান্ন

.