ভারতীয় তুলো ও সব্জি আমদানি বাতিল করল পাকিস্তান

বেশ কিছু ভারতীয় পণ্য আমদানি করা বন্ধ করে দিল পাকিস্তান। সার্জিক্যাল অ্যাটাক পরবর্তী সময়ে নিয়ন্ত্রণ রেখায় ক্রমবর্ধমান আশান্তির জেরেই এমন পদক্ষেপ করল ইসলামাবাদ বলে খবর পাকিস্তানি সংবাদপত্র ডন-এর তরফে। কিন্তু ভারতের কোন কোন জিনিস আমদানি করা বন্ধ করল পাকিস্তান?

Updated By: Nov 27, 2016, 03:55 PM IST
ভারতীয় তুলো ও সব্জি আমদানি বাতিল করল পাকিস্তান

ওয়েব ডেস্ক: বেশ কিছু ভারতীয় পণ্য আমদানি করা বন্ধ করে দিল পাকিস্তান। সার্জিক্যাল অ্যাটাক পরবর্তী সময়ে নিয়ন্ত্রণ রেখায় ক্রমবর্ধমান আশান্তির জেরেই এমন পদক্ষেপ করল ইসলামাবাদ বলে খবর পাকিস্তানি সংবাদপত্র ডন-এর তরফে। কিন্তু ভারতের কোন কোন জিনিস আমদানি করা বন্ধ করল পাকিস্তান?

আরও পড়ুন- 'পিতার মৃত্যুর দুঃখ', চোখের জলে পিতৃ তর্পণ মারাদোনার!

জানা যাচ্ছে, তুলো এবং বিভিন্ন কৃষিজাত দ্রব্য রয়েছে এই তালিকায়। কৃষিজাত দ্রব্যগুলির মধ্যে অন্যতম টমেটোসহ বিভিন্ন সব্জি। এমন কি এও শোনা যাচ্ছে যে, তুলো আমদানিকারীদের নতুন করে আমদানি করার ছাড়পত্রও বাতিল করছে সরকার। পাকিস্তানের  ডিপার্টমেন্ট অফ প্লান্ট প্রোটেকশান-এর আমলাদের মতে, ওয়াঘা সীমান্ত, করাচি বন্দরের মাধ্যমে আমদানির অনুমতি আপাতত  স্থগিত রাখা হয়েছে।

আরও পড়ুন- পাকিস্তানের নতুন সেনা প্রধান, লেফটেন্যান্ট জেনারেল কমর জাভেদ বাজওয়া

.