মোদীকে মুসলিম বিরোধীর তকমা দিলেন পারভেজ মুশারফ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তোপ দাগলেন প্রাক্তন পাকিস্তানি প্রেসিডেন্ট পারভেজ মুসারফ। একটি দৈনিকে সাক্ষাৎকারে মোদীকে সরাসরি মুসলিম বিদ্বেষী বলে আখ্যা দিলেন তিনি। তবে শুধু মুসলিম বিরোধী নয়, মোদীকে পাকিস্তান বিরোধীর তকমাও দিয়েছেন তিনি।

Updated By: Oct 23, 2014, 11:01 AM IST
মোদীকে মুসলিম বিরোধীর তকমা দিলেন পারভেজ মুশারফ

ওয়েব ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তোপ দাগলেন প্রাক্তন পাকিস্তানি প্রেসিডেন্ট পারভেজ মুসারফ। একটি দৈনিকে সাক্ষাৎকারে মোদীকে সরাসরি মুসলিম বিদ্বেষী বলে আখ্যা দিলেন তিনি। তবে শুধু মুসলিম বিরোধী নয়, মোদীকে পাকিস্তান বিরোধীর তকমাও দিয়েছেন তিনি।

এই সাক্ষাৎকারে মোদীকে অবিলম্বে নিজের অবস্থান পরিবর্তনের দাবি করেছেন মুশারফ।

নয়া দিল্লি নকল যুদ্ধের ধুয়ো তুলে পাকিস্তানের স্থিতীশীলতা নষ্ট করতে চাইছে বলেও অভিযোগ করেছেন তিনি। এর সঙ্গেই তিনি জানিয়েছেন সীমান্তে ভারতের যেকোনও আক্রমণ থেকে দেশকে রক্ষা করার জন্য প্রস্তুত পাক সেনা। প্রয়োজনে ভারতের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র প্রয়োগেও তারা পিছপা হবেন না বলে জানিয়েছেন তিনি।

ভারতে পাকিস্তানি জঙ্গি গোষ্ঠীর কার্যকলাপ প্রসঙ্গে প্রশ্ন করা হলে উত্তরে মুশারফ জানিয়েছেন জঙ্গি কার্যকলাপে পাকিস্তানি যোগ সম্পর্কিত কোনও তথ্য-প্রমাণই আসলে ভারতের হাতে নেই।

কাশ্মীর দখল করতে পাকিস্তানিরা নিজেদের সবটুকু বিসর্জন দিতে প্রস্তুত। দাবি মুশারফের।

এলওসি-তে সাম্প্রতিক অস্থিরতার জন্য ভারতকেই দুষেছেন প্রাক্তন পাক সেনা প্রধান।

.