পাকিস্তানের পড়ুয়াদের পাশেই কফিন সাজছে ইয়েমেনের ১৫ পড়ুয়ার, গাড়ি বোমা বিস্ফোরণে মৃত ২৫

পাকিস্তানে স্কুলে শতাধিক শিশুর মৃত্যুর দিনেই ইয়েমেনেও মৃত্যু ১৫ জন স্কুল পড়ুয়ার। এ দিন মধ্য ইয়েমেনে শিয়া মিলিশিয়া নেতাকে লক্ষ্য করে গাড়ি বোমা বিস্ফোরণ ঘটানো হয়। বিস্ফোরণের মধ্যে পড়ে যায় একটি স্কুল বাস। মোট ২৫ জনের মৃত্যু হয়েছে ঘটনায়। বিস্ফোরণে আল কায়দার হাত আছে বলে মনে করা হচ্ছে।

Updated By: Dec 16, 2014, 11:14 PM IST
পাকিস্তানের পড়ুয়াদের পাশেই কফিন সাজছে ইয়েমেনের ১৫ পড়ুয়ার, গাড়ি বোমা বিস্ফোরণে মৃত ২৫

ওয়েব ডেস্ক: পাকিস্তানে স্কুলে শতাধিক শিশুর মৃত্যুর দিনেই ইয়েমেনেও মৃত্যু ১৫ জন স্কুল পড়ুয়ার। এ দিন মধ্য ইয়েমেনে শিয়া মিলিশিয়া নেতাকে লক্ষ্য করে গাড়ি বোমা বিস্ফোরণ ঘটানো হয়। বিস্ফোরণের মধ্যে পড়ে যায় একটি স্কুল বাস। মোট ২৫ জনের মৃত্যু হয়েছে ঘটনায়। বিস্ফোরণে আল কায়দার হাত আছে বলে মনে করা হচ্ছে।

গত সেপ্টেম্বর মাসে ইয়েমেনের রাজধানী সানায় হুথি নামক শিয়া জঙ্গি গোষ্ঠীর বাড়বাড়ন্তের খবর পাওয়া গিয়েছিল। তারপর থেকে শক্তি বাড়াচ্ছে তারা। তবে আল কায়দার ইয়েমেন শাখার প্রতিযোগিতার মুখে পড়েছে তারা। এ দিনের বিস্ফোরণ ছিল এক মাসের মধ্যে দ্বিতীয় বার হুথিদের ওপর আক্রমণ। গত ১২ নভেম্বর রাদা শহরে আত্মঘাতী বোমায় ১২ জনের মৃত্যু হয়।

 

.