জাপানের বুকে ধেয়ে আসছে টাইফুন নিওগুরি, আশ্রয়হীন শতাধিক মানুষ, বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন

জাপানের ওকিনোয়া দ্বীপে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে টাইফুন নিওগুরির। এমটিস্যাট স্যাটালাইট ২ থেকে পাঠানো তথ্য অনুযায়ী, প্রশান্ত মহাসাগরের উপর বিস্তৃত রয়েছে টাইফুন।

Updated By: Jul 8, 2014, 11:48 AM IST

জাপানের ওকিনোয়া দ্বীপে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে টাইফুন নিওগুরির। এমটিস্যাট স্যাটালাইট ২ থেকে পাঠানো তথ্য অনুযায়ী, প্রশান্ত মহাসাগরের উপর বিস্তৃত রয়েছে টাইফুন। জাপানের আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে ঘণ্টায় ২৫০ কিলোমিটার বেগে আছড়ে পড়তে পারে শক্তিশালী টাইফুন নিওগুরি। প্রবল ঝোড়ো হাওয়া ও বৃষ্টিতে ইতিমধ্যেই বিপর্যস্ত জাপানের বিভিন্ন শহর।

জাপান সরকার সারা দেশে উচ্চ সতর্কবার্তা জারি করেছে। বাতিল করা হয়েছে কয়েকশো ফ্লাইট। তবে এরমধ্যেই ভয়ে আশ্রয়হীন হয়ে পড়েছেন জাপানের ৫ লক্ষের বেশি সাধারণ মানুষের। বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বেশিরভাগ শহরে।

Tags:
.