অবরোধের দ্বিতীয় দিনেও অশান্ত বাংলাদেশ, গভীর উদ্বেগ প্রকাশ রাষ্ট্রসংঘের

বাহাত্তর ঘণ্টা অবরোধের দ্বিতীয় দিনেও অশান্ত বাংলাদেশ। রেল সড়ক অবরোধ, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে একাধিক জায়গায়। পুলিসের সঙ্গে খণ্ডযুদ্ধ বেধে যায় অবরোধ কারীদের। আজই আহতদের দেখতে হাসপাতালে যান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Updated By: Dec 1, 2013, 09:45 PM IST

বাহাত্তর ঘণ্টা অবরোধের দ্বিতীয় দিনেও অশান্ত বাংলাদেশ। রেল সড়ক অবরোধ, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে একাধিক জায়গায়। পুলিসের সঙ্গে খণ্ডযুদ্ধ বেধে যায় অবরোধ কারীদের। আজই আহতদের দেখতে হাসপাতালে যান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিএনপি নেত্রী আন্দোলনের নামে গণহত্যায় নেমেছেন বলেও মন্তব্য করেছেন হাসিনা। ৭২ ঘণ্টার অবরোধের দ্বিতীয় দিনেও হিংসার আগুনে জ্বলছে বাংলাদেশের বহু জেলা। দিনভর বিক্ষোভ, অবরোধ, অগ্নিসংযোগ, পুলিসের সঙ্গে সংর্ঘষের খবর মিলেছে একাধিক এলাকা থেকে।

ঢাকা, চট্টগ্রাম জাতীয় সড়কে অবরোধ করেন বিএনপি জামাতে ইসলামির কর্মী, সমর্থকরা।
সাতক্ষীরায় একটি বাসে আগুন দেয় অবরোধ কারীরা। নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি পিক আপ ভ্যানে আগুন লাগায় অবরোধকারীরা। পটুয়াখালিতে একটি অটোতে আগুন দেওয়ার ঘটনায় তিন যাত্রী আহত হয়েছেন।

চট্টগ্রামের সাগরিকায় বোমা ফাটান বিক্ষোভকারীরা। এই অশান্ত পরিস্থিতির মধ্যে অগ্নিদগ্ধদের দেখতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে যান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আহতদের আর্থিক সাহায্যের কথা বলেন তিনি। বিএনপি নেত্রীর কঠোর সমালোচনা করেন শেখ হাসিনা।

শেখ হাসিনা বলেন, আন্দোলনের নামে গণহত্যায় নেমেছেন বিএনপি নেত্রী। এই অশান্ত পরিস্থিতি মোকাবিলায় সরকার কঠোর পদক্ষেপ নেবে বলেও মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী।

বাংলাদেশের উত্তাল পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন রাষ্ট্রসংঘের অধিকার সুরক্ষা কমিটির প্রধান পিল্লাই। শাসক ও বিরোধী দুপক্ষের কাছে শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছেন তিনি। রাষ্ট্রসংঘের মানবাধিকার সংক্রান্ত হাই কমিশনারও পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন।

.