ক্যামেরন না মিলিব্যান্ড? আর কয়েক ঘণ্টার মধ্যেই জানা যাবে কাকে চাইছে ব্রিটেন

Updated By: May 7, 2015, 10:39 AM IST
ক্যামেরন না মিলিব্যান্ড? আর কয়েক ঘণ্টার মধ্যেই জানা যাবে কাকে চাইছে ব্রিটেন

পাঁচ বছরের মাথায় এবার কড়া চ্যালেঞ্জের মুখোমুখি ব্রিটিশ প্রধানমন্ত্রী  ডেভিড ক্যামেরন। আবার কি ক্ষমতায় ফিরবেন তিনি? নাকি এবার বাজিমাত করবেন তাঁর প্রতিদ্বন্দ্বী এড মিলিব্যান্ড? আর কয়েকঘণ্টার মধ্যেই রায় দেবেন ব্রিটেনের মানুষ। জনমত সমীক্ষার আভাস, লড়াই এবার হাড্ডাহাড্ডি। কঠিন লড়াইয়ের মুখে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।

সাধারণ নির্বাচনে আজ তাঁর প্রতিদ্বন্দ্বী লেবার পার্টির এড মিলিব্যান্ড। রাজনৈতিক পর্যেবক্ষকদের মতে, ইদানীংকালে সবচেয়ে বেশি অনিশ্চয়তায় মোড়া নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে আজ। কারণ, টানা পাঁচ সপ্তাহের প্রচারের পরেও ক্যামেরন বা মিলিব্যান্ড, কারও পক্ষেই নিরঙ্কুশ সমর্থনের ইঙ্গিত মেলেনি। বিতর্কসভায় যথারীতি মুখোমুখি হয়েছেন প্রার্থীরা। কিন্তু কেউই তেমন সাড়া পাননি। নির্বাচিত হলে ইউরোপীয় ইউনিয়নের আওতায় ব্রিটেনের থাকা নিয়ে জনমত যাচাই করতে গণভোট আয়োজনের প্রতিশ্রুতি দেন ক্যামেরন। অন্যদিকে মেহনতি মানুষের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়ে জনসমর্থন আদায়ে সচেষ্ট মিলিব্যান্ড। ব্রিটেনের আওতা থেকে বেরিয়ে আসা নিয়ে গণভোটে হারলেও এবারের নির্বাচনে তৃতীয় স্থানে উঠে আসতে পারে স্কটিশ ন্যাশনালিস্ট পার্টি। জনমত সমীক্ষার আভাস অনুযায়ী এবার  নির্বাচনী ফলাফলে ত্রিশঙ্কু পরিস্থিতি হতে পারে বলে রাজনৈতিক মহলের ধারণা।

 

.