পারমাণবিক অস্ত্র ব্যবহার করেই জবাব দেব আমেরিকাকে, ফের হুমকি উত্তর কোরিয়ার

গত প্রায় এক বছর ধরে পরমাণু ক্ষেপনাস্ত্র পরীক্ষাকে কেন্দ্র করে ট্রাম্প প্রশাসনের সঙ্গে স্নায়ুযুদ্ধে নেমেছেন উত্তর কোরিয়ারর নেতা কিম জং উন। বারবার যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েও শেষ পর্যন্ত এড়ানো গেছে সেই সমস্যা।

Updated By: Dec 7, 2017, 09:01 PM IST
পারমাণবিক অস্ত্র ব্যবহার করেই জবাব দেব আমেরিকাকে, ফের হুমকি উত্তর কোরিয়ার

নিজস্ব প্রতিবেদন : মার্কিন চোখ রাঙানিকে যেকোনও মুহূর্তে জবাব দিতে তারা প্রস্তুত বলে ফের জানাল উত্তর কোরিয়া। সম্প্রতি মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ প্রধান মাইক পমিও-র একটি মন্তব্যকে উদ্ধৃত করে উত্তর কোরিয়া সরকারের এক মুখপাত্র বলেন, ''ট্রাম্প প্রশাসন আমাদের বারবার প্ররোচনা দিচ্ছে যাতে তাদের সঙ্গে যুদ্ধে লিপ্ত হই। আমরা যুদ্ধ চাই না। তবে তাই বলে আবার পিছিয়েও থাকব না। যদি প্রয়োজন হয় তাহলে পারমাণবিক অস্ত্র ব্যবহার করেই জবাব দেব তাদের।''

আরও পড়ুন- বাংলাদেশের পাঁচ সেরা খবর

গত প্রায় এক বছর ধরে পরমাণু ক্ষেপনাস্ত্র পরীক্ষাকে কেন্দ্র করে ট্রাম্প প্রশাসনের সঙ্গে স্নায়ুযুদ্ধে নেমেছেন উত্তর কোরিয়ারর নেতা কিম জং উন। বারবার যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েও শেষ পর্যন্ত এড়ানো গেছে সেই সমস্যা।

সম্প্রতি নতুন করে আবারও একই পরিস্থিতি তৈরি হয়েছে। একদিকে কিমের হুমকি, অন্যদিকে দক্ষিণ কোরিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়াকে কেন্দ্র করে উত্তপ্ত হতে শুরু করেছে দক্ষিণ চিন সাগর।

আরও পড়ুন- ভারত প্যালেস্টাইনের সঙ্গে সামঞ্জস্য রেখে চলবে, অবস্থান স্পষ্ট করল বিদেশমন্ত্রক

.