প্রকৃতির নতুন নিয়মে জঙ্গল থেকে হারিয়ে যাচ্ছে সিংহ

বনের রাজাই বনে আর নেই। ১৪০ কিলোমিটারেরও বেশি গতিতে হাওয়ার মধ্যে হাওয়া হয়ে আর শিকার করতে দেখা যায় না তাকে। ছুটতে ছুটতে ক্লান্ত হয়ে পড়লেন ছোট্ট বেলায় গল্পে শোনা 'সিংহ মামা'? জঙ্গল তোলপাড় করে খুঁজে দেখলেও মিলছে না আর সিংহের দেখা। কারণটা হল বাস্তুতন্ত্রের নতুন নিয়ম, এমনটাই দাবি করা হচ্ছে গবেষণায়। পূর্ব ও দক্ষিণ আফ্রিকার জঙ্গলে আগে যে পরিমাণ সিংহের বাস ছিল, তা দিনে দিনে এতটাই কমেছে যে হাতে গুনে বলে দেওয়া যাচ্ছে কটা সিংহ জঙ্গলে রয়েছে। গবেষণা থেকে প্রাপ্ত তথ্যে দাবি করা হয়েছে, সিংহের শিকার কমে যাচ্ছে, খাদ্য সংকটে সিংহরা। সিংহরা খাদ্য হিসেবে যাদের আহার করে, সেই প্রাণীরা নিজেদের জীবনসংকটকে অনুধাবন করতে পেরে আগের মত প্রজনন করছে না। সিংহের শিকারের সংখ্যা অসংখ্য থাকলেও তাদের প্রজনন হচ্ছে না। আর তাতেই ঘটছে বিপত্তি। শুধু আফ্রিকাতেই নয়, পৃথিবীর অন্যত্রও দেখা যাচ্ছে একই ঘটনা।  

Updated By: Sep 4, 2015, 06:43 PM IST
প্রকৃতির নতুন নিয়মে জঙ্গল থেকে হারিয়ে যাচ্ছে সিংহ

ওয়েব ডেস্ক: বনের রাজাই বনে আর নেই। ১৪০ কিলোমিটারেরও বেশি গতিতে হাওয়ার মধ্যে হাওয়া হয়ে আর শিকার করতে দেখা যায় না তাকে। ছুটতে ছুটতে ক্লান্ত হয়ে পড়লেন ছোট্ট বেলায় গল্পে শোনা 'সিংহ মামা'? জঙ্গল তোলপাড় করে খুঁজে দেখলেও মিলছে না আর সিংহের দেখা। কারণটা হল বাস্তুতন্ত্রের নতুন নিয়ম, এমনটাই দাবি করা হচ্ছে গবেষণায়। পূর্ব ও দক্ষিণ আফ্রিকার জঙ্গলে আগে যে পরিমাণ সিংহের বাস ছিল, তা দিনে দিনে এতটাই কমেছে যে হাতে গুনে বলে দেওয়া যাচ্ছে কটা সিংহ জঙ্গলে রয়েছে। গবেষণা থেকে প্রাপ্ত তথ্যে দাবি করা হয়েছে, সিংহের শিকার কমে যাচ্ছে, খাদ্য সংকটে সিংহরা। সিংহরা খাদ্য হিসেবে যাদের আহার করে, সেই প্রাণীরা নিজেদের জীবনসংকটকে অনুধাবন করতে পেরে আগের মত প্রজনন করছে না। সিংহের শিকারের সংখ্যা অসংখ্য থাকলেও তাদের প্রজনন হচ্ছে না। আর তাতেই ঘটছে বিপত্তি। শুধু আফ্রিকাতেই নয়, পৃথিবীর অন্যত্রও দেখা যাচ্ছে একই ঘটনা।  

পূর্ব ও দক্ষিণ আফ্রিকার জঙ্গল সিংহের বসবাসের জন্য পৃথিবীর আর অন্যান্য জঙ্গল থেকে অনেক বেশি নিরাপদ। সেখানে শিকারিদের তাণ্ডব নেই। সিংহের খাদ্যের সম্ভারও রয়েছে প্রচুর। কিন্তু প্রশ্ন এটাই, অনুকূল পরিবেশ পেয়েও কেন কমছে সিংহের সংখ্যা। সিংহের খাদ্য কমছে, তাই কমছে খাদ্যও। বিজ্ঞানীরা মনে করছেন, প্রকৃতির এই নতুন রূপ পুরনো বাস্তুতন্ত্রের নিয়মকে ভেঙে প্রকৃতির নতুন নিয়ম তৈরি করছে।

.