চোখের জল নয় চোখের পাথর দিয়েই আবেগ প্রকাশ ইয়েমেনের তরুণীর

এমিরেটস ২৪/৭ চ্যানেলে এই খবর দেখানোর পর গোটা বিশ্বে আলোড়ন পড়ে গিয়েছে। সেই ভিডিও আপলোড করা হয়েছে ইউ টিউবে। দেখা যাচ্ছে সেই মেয়েটি কাঁদার পর পাত্র ধরলে তাতে পাথরে ভরে যাচ্ছে। তবে তার সঙ্গে জলও বেরোচ্ছে। তবে তা পাথরের তুলনায় সামান্য।

Updated By: Feb 5, 2014, 12:44 PM IST

চোখের জল। এই কথাটা নিয়ে কম গান, কম কবিতা লেখা হয়নি। এই যেমন চোখের জলের হয় না কোনও রঙ... কিংবা তোমার চোখের জলে ধরা আছে মোর প্রেম...। কিন্তু আবেগের চূড়ান্ত বহিঃপ্রকাশে চোখ থেকে জল না বেরিয়ে যদি অন্য কিছু বের হয়! কিংবা চোখের জলের সঙ্গে অন্য কিছু বের হয়। (নিচে দেখুন ভিডিও)

হ্যাঁ, আজব দুনিয়ায় এমন ঘটনাই ঘটল। ইয়েমেনের ১২ বছরের এক কিশোরী কাঁদলে চোখ থেকে জল না পাথর বের হয়। গ্রামের মেয়ের এই চোখের পাথরকে স্থানীয় লোকেরা অশুভ শক্তি হিসাবে দেখছে। তাঁদের অন্ধ বিশ্বাস এই মেয়েটা আসলে শয়তানের দূত। ডাক্তাররা এখনও এই বিষয়ে ধন্দে। (নিচে দেখুন ভিডিও)

------------------------

এমিরেটস ২৪/৭ চ্যানেলে এই খবর দেখানোর পর গোটা বিশ্বে আলোড়ন পড়ে গিয়েছে। সেই ভিডিও আপলোড করা হয়েছে ইউ টিউবে। দেখা যাচ্ছে সেই মেয়েটি কাঁদার পর পাত্র ধরলে তাতে পাথরে ভরে যাচ্ছে। তবে তার সঙ্গে জলও বেরোচ্ছে। তবে তা পাথরের তুলনায় সামান্য।

Tags:
.