১০০ দিনের কাজের মজুরিতে অখুশি তৃণমূল সমর্থকেরা

একশ দিনোর কাজের মজুরি বৃদ্ধির দাবিতে পুরপ্রধানকে ঘেরাও করে বিক্ষোভ দেখালেন তৃমমূল সমর্থকরা। ১০০ টাকা থেকে ১২০ টাকা মজুরির দাবিতে কামারহাটি পুরসভার পুরপ্রধানকে ঘেরাও করে বিক্ষোভ দেখায় তৃমমূল কংগ্রেস। বিক্ষোভের জেরে বন্ধ হয়ে যায় বোর্ড মিটিং। পুরপ্রধান জানিয়েছেন সরকারই ১০০ দিনের প্রকল্পের সঙ্গে যুক্ত কর্মীদের মজুরি নির্দিষ্ট করে। সেখানে তার কিছু করার নেই বলেই জানান পুরপ্রধান।

Updated By: Jun 1, 2013, 04:14 PM IST

একশ দিনোর কাজের মজুরি বৃদ্ধির দাবিতে পুরপ্রধানকে ঘেরাও করে বিক্ষোভ দেখালেন তৃমমূল সমর্থকরা। ১০০ টাকা থেকে ১২০ টাকা মজুরির দাবিতে কামারহাটি পুরসভার পুরপ্রধানকে ঘেরাও করে বিক্ষোভ দেখায় তৃমমূল কংগ্রেস। বিক্ষোভের জেরে বন্ধ হয়ে যায় বোর্ড মিটিং। পুরপ্রধান জানিয়েছেন সরকারই ১০০ দিনের প্রকল্পের সঙ্গে যুক্ত কর্মীদের মজুরি নির্দিষ্ট করে। সেখানে তার কিছু করার নেই বলেই জানান পুরপ্রধান।

.