বারাসত ধর্ষণ: প্রতিবাদে সামিল ২৪ ঘণ্টা

বারাসতে পাশবিক অত্যাচারের শিকার তরুণীর জন্য কোনও একা অজানা কারণে গর্জে ওঠেনি রাজ্য। তথাকথিত সংবেদনশীল, প্রতিবাদী কলকাতার রাজপথও বড় বেশি নির্জীব। কামদুনির লড়াই যেন থমকে আছে তার ভৌগলিক চৌহদ্দীর মধ্যেই। এর মধ্যেই গতকাল গেদেতে ধর্ষণের শিকার এক কিশোরী। কিন্তু চারদিক বড় নিঃশ্চুপ। আজ বারাসাতে কামদুনির মেয়েটির জন্য সোচ্চার হচ্ছি আমরা, ২৪ ঘণ্টা।

Updated By: Jun 12, 2013, 01:13 PM IST

বারাসতে পাশবিক অত্যাচারের শিকার তরুণীর জন্য কোনও একা অজানা কারণে গর্জে ওঠেনি রাজ্য। তথাকথিত সংবেদনশীল, প্রতিবাদী কলকাতার রাজপথও বড় বেশি নির্জীব। কামদুনির লড়াই যেন থমকে আছে তার ভৌগলিক চৌহদ্দীর মধ্যেই। এর মধ্যেই গতকাল গেদেতে ধর্ষণের শিকার এক কিশোরী। কিন্তু চারদিক বড় নিঃশ্চুপ। আজ বারাসাতে কামদুনির মেয়েটির জন্য সোচ্চার হচ্ছি আমরা, ২৪ ঘণ্টা।
শুধু কামদুনি নয় আমাদের প্রতিবাদ আসলে রাজ্যে ভয়াবহ ভাবে বেড়ে চলা নারী নির্যাতনের বিরুদ্ধেই। কেন এভাবে আতঙ্কনগরীতে পরিণত হচ্ছে বারাসত সহ গোটা রাজ্য। সুশাসনের দাবিতে আসুন প্রশ্ন তুলি, দাবি করি, প্রতিবাদে গর্জে উঠি। ২৪ ঘণ্টার সঙ্গে আপনিও আসুন। পৃথিবীতে থেকে ধর্ষণ নামের বিকৃত ব্যাধিকে অবলুপ্ত করতে অন্তত এককদম এগিয়ে যাই। সবাই একসঙ্গে। আজ সামিল হই বারাসতে...

'দুঃশাসন'। বারাসত থেকে সরাসরি...ভিডিও দেখুন এখানে

.