বারুইপুরের পর গুলি চলল ক্যানিংয়ে, অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে : LIVE UPDATES

আজ রাজ্যে ষষ্ঠ দফার ভোট। তিন জেলার ৫৩টি বিধানভা কেন্দ্রে আজ নির্বাচন। এইসব কেন্দ্রের মধ্যে রয়েছে মুখ্যমন্ত্রীর কেন্দ্র ভবানীপুর। এই কেন্দ্রে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে রয়েছেন হেভিওয়েট প্রার্থী দীপা দাশমুন্সী। হাড্ডাহাড্ডি লড়াই হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

Updated By: Apr 30, 2016, 05:53 PM IST
বারুইপুরের পর গুলি চলল ক্যানিংয়ে, অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে : LIVE UPDATES

ওয়েব ডেস্ক: আজ রাজ্যে পঞ্চম দফার ভোট। তিন জেলার ৫৩টি বিধানভা কেন্দ্রে আজ নির্বাচন। এইসব কেন্দ্রের মধ্যে রয়েছে মুখ্যমন্ত্রীর কেন্দ্র ভবানীপুর। এই কেন্দ্রে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে রয়েছেন হেভিওয়েট প্রার্থী দীপা দাশমুন্সী। হাড্ডাহাড্ডি লড়াই হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। ভবানীপুর ছাড়াও ভোট গ্রহণ হবে ফলতা, ডায়মণ্ড হারবার, মগরাহাট পূর্ব, মগরাহাট পশ্চিম, মন্দিরবাজার, রায়দিঘি, কুলপি, কাকদ্বীপ, সাগর, পাথরপ্রতিমা, বাসন্তী, গোসাবা, ক্যানিং পূর্ব, ক্যানিং পশ্চিম, কুলতলি, জয়নগর, বারুইপুর পূর্ব, বারুইপুর পশ্চিম, বিষ্ণুপুর, সাতগাছিয়া, সোনারপুর দক্ষিণ, ভাঙড়, কসবা, যাদবপুর, সোনারপুর উত্তর, টালিগঞ্জ, বেহালা পূর্ব, বেহালা পশ্চিম, মহেশতলা, বজবজ, মেটিয়াবুরুজ,জাঙ্গিপাড়া, চণ্ডীতলা, উত্তরপাড়া, শ্রীরামপুর, চাঁপদানি, চন্দননগর, সিঙ্গুর, হরিপাল, তারকেশ্বর, চুঁচুড়া, সপ্তগ্রাম, পাণ্ডুয়া, বলাগড়, ধনেখালি, পুড়শুড়া, আরামবাগ, খানাকুল, গোঘাট, কলকাতা পোর্ট, রাসবিহারী, বালিগঞ্জ।

ভোটের LIVE UPDATES:

 

  • আরামবাগে ২৭১ নম্বর ওয়ার্ডের প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে FIR। ছাপ্পা দিতে বাধা না দেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
  • বেহালা পূর্ব কেন্দ্রের ১৪২ নম্বর ওয়ার্ডে শাসানির ভয়ে ভোট দিলেন না ১৫৯ জন ভোটার।
  • ক্যানিংয়ের কাঠালবেড়িয়ায় চলল গুলি। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ। বেআইনি জমায়েত ভাঙতেই শূণ্যে গুলি চালিয়েছে বলে দাবি কেন্দ্রীয় বাহিনীর। কেন্দ্রীয় বাহিনীর লাঠির ঘায়ে আহত এক শিশু ও পঞ্চায়েত প্রধান
  • বেলা ৩টে পর্যন্ত মোট ভোটের হার ৭২.১৯ শতাংশ। হুগলীতে ভোট পড়েছে ৭২.৪৬ শতাংশ, কলকাতা দক্ষিণে ভোটের হার ৫৮.০৫ শতাংশ এবং দক্ষিণ ২৪ পরগণায় ভোট পড়েছে ৭৩.১৯ শতাংশ।
  • বারুইপুরে গুলি চালনার ঘটনায় গ্রেফতার ৬ জন।
  • সিঙ্গুরের ভোটে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব। বেচারাম মান্নার পাড়ায় নেই তৃণমূল এজেন্ট। গোষ্ঠি দ্বন্দ্বের কথা স্বীকার করে নেন রবীন্দ্রনাথ ভট্টাচার্য।
  • আরামবাগের চাঁদুরে সিপিএম-তৃণমূল সংঘর্ষ। গুরুতর আহত ২ তৃণমূল কর্মী। আহতরা আরামবাগ হাসপাতালে ভর্তি।
  • মুখমন্ত্রীর কেন্দ্রে বোমা। একবালপুরে ৭৭ নম্বর ওয়ার্ডে উদ্ধার ৩টি তাজা বোমা।
  • আরামবাগে ২৭৭ নম্বর বুথের প্রিসাইডিং অফিসার অপসারিত। নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ।
  • বারুইপুর কাণ্ডে রিপোর্ট তলব কমিশনের।
  • বারুইপুরে গুলিবিদ্ধ ৪ তৃণমূল কর্মী। গুলিবিদ্ধ হয়েছেন এক কিশোর ও এক প্রতিবন্ধী। নবগ্রাম গ্রাম পঞ্চায়েতের ১৬২ নম্বর বুথের ঘটনা। গৌড়দহ প্রাথমিক বিদ্যালয়ে গ্রামবাসীদের লক্ষ্য করে গুলি চলে।অভিযোগের তির সিপিএমের দিকে।
  • গোঘাটে ফরোয়ার্ড ব্লক প্রার্থী বিশ্বনাথ কারককে 'মারধর'-এর অভিযোগে গ্রেফতার ৫।
  • সোনালি গুহর বিরুদ্ধে FIR। কমিশনের নির্দেশে বিষ্ণুপুর থানায় জামিনযোগ্য ধারায় FIR। হুমকি সহ একাধিক ধারায় অভিযোগ।
  • বাসন্তী কেন্দ্রের ভাঙরখালিতে এফপি স্কুলের ৮০ নম্বর বুথে মারামারিতে আহত ৭ । মারামারি বাঁধে আরএসপি ও তৃণমূলের মধ্যে।
  • বারুইপুর পূর্বে ১৬২ নম্বর বুথে গুলি চলল।  ঘটনায় অভিযোগের তির সিপিএমের দিকে।
  • দুপুএ ১টা পর্যন্ত মোট ভোটের হার ৫৭.১০ শতাংশ। দক্ষিণ ২৪ পরগণায় ভোট পড়েছে ৫৮.২৪ শতাংশ, হুগলীতে ভোটের হার ৫৯.৮৩, কলকাতায় ভোট পড়েছে ৪৬.৩৫ শতাংশ।
  • ভোট দিলেন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়

  • ভুয়ো ভোটের অভিযোগ শতরূপ ঘোষের। কেন্দ্রীয় বাহিনী ও প্রিসাইডিং বাহিনীর সঙ্গে বচসা। শতরূপের বিরুদ্ধে পাল্টা ঝামেলার অভিযোগ। ঘটনাটি ঘটেছে কসবার অগ্রণী স্কুলে।
  • সোনালি গুহর বিরুদ্ধে FIR-এর নির্দেশ কমিশনের। দক্ষিণ ২৪ পরগনা জেলাশাসককে নির্দেশ দিল কমিশন।
  • নাম না করে আরাবুলের বিরুদ্ধে অন্তর্ঘাতের অভিযোগ রেজ্জাক মোল্লার।
  • ভাঙড়ের সাতুলিয়ায় রাজনৈতিক সংঘর্ষ। আহত বেশ কয়েকজন। অভিযোগ সিপিএমের বিরুদ্ধে।
  • ভোট দিলেন বুদ্ধদেব ভট্টাচার্য

  • সোনালির হুমকির পর সাতগাছিয়ায় আক্রান্ত সিপিএম এজেন্ট। এজেন্টের নাম শেখ মজিবুর। ঘটনাটি ঘটেছে বোরানপুর ২০৫ নম্বর বুথে।
  • গোঘাটে বহিরাগতদের খুঁজতে বাড়ি বাড়ি তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় বাহিনী।
  • ভাঙড়ে বোসপুকুরে অশান্তি। গ্রামবাসীদের ওপর অত্যাচারের অভিযোগ। অত্যাচার চালাচ্ছে দুষ্কৃতিরা। এলাকায় ঢুকতে পারছে না আধাসেনা।
  • বারুইপুর পশ্চিমে তৃণমূলের বুথ অফিস ভাঙচুড়। অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে।
  • মেটিয়াবুরুজে সিপিএম-তৃণমূল সংঘর্ষ। লিচুবাগানে তৃণমূল কর্মীকে 'মারধর' সিপিএমের। স্থানীয় তৃণমূল কাউন্সিলরের দেহরক্ষীকে 'মার'। পরিস্থিতি সামাল দিতে পুলিসের লাঠিচার্জ।
  • ১১টা পর্যন্ত মোট ভোটের হার ৩৮.৩০ শতাংশ। হুগলী ৩৬.৯৭ শতাংশ, কলকাতা দক্ষিণ ৩২.৫৮ শতাংশ, দক্ষিণ ২৪ পরগণা ৩৯.৮১ শতাংশ।
  • ববি হাকিমের গাড়ি থেকে লাল বাতি খুলে নিল কেন্দ্রীয় বাহিনী।
  • সোনালি গুহ কাণ্ডে রিপোর্ট তলব করল কমিশন।
  • অন্যের হয়ে ভোট দেওয়ার অভিযোগ প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে। অভিযোগ স্বীকার প্রিসাইডিং অফিসারের।
  • রেজাক্ক মোল্লার বিরুদ্ধে তৃণমূলের বিক্ষোভ গাজিপুরে। ছাপ্পা ভোট দেওয়ার নির্দেশ দেওয়ার অভিযোগ। অভিযোগ তৃণমূলেই। বুথ ছাড়া রেজ্জাক।
  • সিপিএম এজেন্টদের মেরে বার করে দেওয়ার নির্দেশ দিলেন সোনালি গুহ। ঘটনার প্রতিবাদে সোনালি গুহকে গ্রেফতারের দাবি জানালেন মহম্মদ সেলিম।
  • কাশীবাটির ১০৯ নম্বর বুথে দেড় ঘন্টা বাড়তি সময়ের আশ্বাস কমিশনের। এই আশ্বাসের পর অবস্থান বিক্ষোভ তুলে নেন সোনালি গুহ।
  • গোঘাটে ফরোয়ার্ড ব্লক প্রার্থী বিশ্বনাথ কারককে 'মারধর'-এর অভিযোগ। অভিযোগে আটক ২ তৃণমূল কর্মী।
  • আরামবাগের ঘোষপুরে  পুলিসি নিরাপত্তা সত্ত্বেও এড়ানো গেল না হামলা। ভোট দিয়ে ফেরার পথে ভোটারদের উপর হামলার অভিযোগ।
  • সকাল ৯টা পর্যন্ত মোট ভোট পড়ল ১৯.৬৪ শতাংশ। হুগলী ২০.১০ শতাংশ, কলকাতা দক্ষিণ ১৫.৬৪ শতাংশ, দক্ষিণ ২৪ পরগণা ২০.০৪ শতাংশ।
  • সাতগাছিয়ায় বিকল ইভিএম। কাশীবাটির ১০৯ নম্বর বুথের ঘটনা। নির্বাচন কমিশনকে জানিয়েও কাজ হয়নি বলে অভিযোগ সোনালি গুহর। প্রাতিবাদে অবস্থান বিক্ষোভে বসেন তৃণমূল নেত্রী।
  • কেয়াতলা এলাকায় উদ্ধার বোমা। ভোট কেন্দ্র থেকে ৩০০ মিটার দূরেই উদ্ধার হল ৪টি বোমা। ঘটনাস্থলে কলকাতা পুলিসের বম্ব স্কোয়াড।
  • কলকাতা বন্দর কেন্দ্রে ৭৬ নম্বর ওয়ার্ডে তৃণমূল পার্টি অফিসের উলটো দিকে বিলি হচ্ছে গুড় বাতাসা।
  • ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযুক্ত নেতাকে বুথ থেকে বার করল ভোটাররা। এলাকা ঘিরে রেখেছে আধাসেনা।
  • মগরাহাট পশ্চিম বিধানসভায় কড়া নজরদারি পুলিসের। ক্যাম্পে দু'জনের বেশি বসতে বাধা। বেশি লোক দেখলেই পিটিয়ে খালি করছে এলাকা।

  • জুগিপাড়ায় গুদামে তালা পুলিসের। গুদামে ছিল ৩০টি অটো। বাইক, অটোর দৌরাত্ম্য ঠেকাতেই পুলিসের এই উদ্যোগ।
  • খানাকুলে পুলিসের উদ্যোগে ভোট দিতে গেলেন ১৫০ ভোটার। ঘোষপুরে ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ। এরপর পুলিস ব্যারিকেড করে ভোট দিতে নিয়ে যায়।
  • বাঘাযতীনে সিপিএম ক্যাম্প অফিসে ভাঙচুড়। ১৭৪, ২৭২ নম্বর বুথের ঘটনা। 'হামলা'য় জখম ২ সিপিএম কর্মী।
  • ভোট দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

  • সাতগাছিয়ায় সোনালি গুহকে বুথে ঢুকতে বাধা কেন্দ্রীয় বাহিনীর। নন্দভাঙা হাইস্কুলের ৩৯,৪০,৪১ নম্বর বুথ গুলিতে তিনি ঢুকতে চাইলে বাধা দেয় কেন্দ্রীয় বাহিনী। এরপরই বাহীনীর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি। পরে প্রিসাইডিং অফিসার এসে হস্তক্ষেপ করলে তাঁকে ঢুকতে দেওয়া হয়।

  • ভাঙড়ে রেজ্জাক মোল্লাকে বুথে ঢুকতে বাধা কেন্দ্রীয় বাহিনীর। ৮৮নম্বর বুথের ঘটনা। বাহিনীর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন ভাঙড়ের তৃণমূল প্রার্থী।
  • আরামবাগে পুইনগ্রামে রাজনৈতিক সংঘর্ষ। ভোট দিতে যাওয়ার পথে বাধা। বচসা ও হাতাহাতিতে মাথা ফাটল সিপিএম নেতা এম বাবুর।

  • ক্যানিং পশ্চিমে সিপিএম এজেন্টকে 'মারধর'। বাহিনীর বিরুদ্ধে মারধরের অভিযোগ। মেরে বুথ থেকে বার করে দেওয়ার অভিযোগ। এজেন্টের বিরুদ্ধে বুথ জ্যামের অভিযোগ
  • ইভিএম বিভ্রাটে বিরক্ত ভোটাররা। আশফাকউল্লা কমিউনিটি সেন্টারের ঘটনা। ঘণ্টাখানেক বন্ধ থাকে ভোট।
  • বেহালা পূর্ব কেন্দ্রের প্রার্থী অম্বিকেশ মহপাত্রর এজেন্টকে 'হুমকি'। বাড়িতে ঢুকে স্ত্রী, মেয়েকে ধর্ষণের হুমকির অভিযোগ। 'ডাহা মিথ্যে কথা, এরকম কিছু হয়নি', দাবি স্থানীয় তৃণমূল পুরপিতা ইন্দ্রজিৎ ভট্টাচার্যের।
  • সিপিএম ক্যাম্প অফিসের পাশে মিলল পরচুর ভোটার স্লিপ।
  • ৪ সিপিএম কর্মীকে মারধরের অভিযোগ। খানাকুলের রামচন্দ্রপুরের ১৪৩,১৪৪ নম্বর বুথের ঘটনা। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ। অভিযোগ অস্বীকার তৃনমূলের।
  • বিদ্যুৎ না থাকায় ভোট বন্ধ। ক্যানিং পূর্বের সারেনাবাদের ৫০,৫১ নম্বর বুথের ঘটনা।
  • ভোট দিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়েন।

  • হরিপালে সিপিএম এজেন্ট আশিক ইকবালকে মারধর। কৃষ্ণবল্লভপুর প্রাইমারি স্কুলের ৯০ নম্বর বুথের ঘটনা।
  • সিপিএম সমর্থকদের ভয় দেখানোর অভিযোগ।
  • কোড়ুই গ্রামে সিপিএম এজেন্টদের বুথে বসতে বাধা। ১৭,১৮,১৯ নম্বর বুথের ঘটনা।
.