হালিশহরে গিয়ে ভোটে আক্রান্ত তিন বছরের শিশুকে দেখে এলেন বিরোধীরা

হালিশহরের বারেন্দ্রপল্লিতে গিয়ে ভোটে আক্রান্ত তিন বছরের শিশুকে দেখে এলেন বিরোধীরা। আজ বেলা একটা নাগাদ দেবশ্রী ঘোষের বাড়িতে যান প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। আধঘণ্টা পরে পৌছে যান বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। পচিশে এপ্রিল উত্তর চব্বিশ পরগনার ভোটের আগে দেবশ্রী ঘোষকে হুমকি দেওয়া হয়। মারধর করা হয় তাঁর তিন বছরের শিশুসন্তানকে। ওই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ ওঠে। সমালোচনায় সরব হয় বিভিন্ন মহল।

Updated By: Apr 29, 2016, 10:53 PM IST
হালিশহরে গিয়ে ভোটে আক্রান্ত তিন বছরের শিশুকে দেখে এলেন বিরোধীরা

ওয়েব ডেস্ক: হালিশহরের বারেন্দ্রপল্লিতে গিয়ে ভোটে আক্রান্ত তিন বছরের শিশুকে দেখে এলেন বিরোধীরা। আজ বেলা একটা নাগাদ দেবশ্রী ঘোষের বাড়িতে যান প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। আধঘণ্টা পরে পৌছে যান বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। পচিশে এপ্রিল উত্তর চব্বিশ পরগনার ভোটের আগে দেবশ্রী ঘোষকে হুমকি দেওয়া হয়। মারধর করা হয় তাঁর তিন বছরের শিশুসন্তানকে। ওই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ ওঠে। সমালোচনায় সরব হয় বিভিন্ন মহল।

তৃণমূল সাংসদ দীনেশ ত্রিবেদি দেবশ্রী ঘোষের বাড়ি যেতে না পারলেও, তাঁকে ফোন করেছেন।  দেবশ্রী ঘোষের বয়ান অনুযায়ী, বারাকপুরের তৃণমূল সাংসদ ফোনালাপে তাঁদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। বলেছেন, কোনও সমস্যা হলে তাঁকে জানানোর জন্য। দীনেশ নিজে যেমন দেবশ্রীদের বাড়ি যাওয়ার আশ্বাস দিয়েছেন, তেমনি নিজের বাড়িতেও তাঁদের আমন্ত্রণ জানিয়েছেন। সদ্য মুক্তি পাওয়া জঙ্গলবুক ছবিটি যাতে ওই শিশুকে দেখানো হয়, সেকথাও বলেছেন দীনেশ। প্রয়োজনে তিনিই সিনেমাটি দেখাবেন বলে জানিয়েছেন।

.