ফের রক্ত ঝরল সিপিএমের জাঠায়, এবার হামলা ময়ূরেশ্বরে

ফের রক্ত ঝরল সিপিএমের জাঠায়। গতকাল আক্রমণ হয় বিরোধী দলনেতার ওপর। আজ তৃণমূলের হামলায় ময়ূরেশ্বরে জখম, প্রাক্তন সাংসদ রামচন্দ্র ডোম। মেরে মাথা ফাটিয়ে দেওয়া হল সিপিএমের স্থানীয় বিধায়ক সহ নেতা-কর্মীদের। যদিও তৃণমূল দাবি করেছে, তাঁদের কোনও হাত নেই এঘটনায়।            

Updated By: Nov 21, 2015, 04:47 PM IST
ফের রক্ত ঝরল সিপিএমের জাঠায়, এবার হামলা ময়ূরেশ্বরে

ওয়েব ডেস্ক: ফের রক্ত ঝরল সিপিএমের জাঠায়। গতকাল আক্রমণ হয় বিরোধী দলনেতার ওপর। আজ তৃণমূলের হামলায় ময়ূরেশ্বরে জখম, প্রাক্তন সাংসদ রামচন্দ্র ডোম। মেরে মাথা ফাটিয়ে দেওয়া হল সিপিএমের স্থানীয় বিধায়ক সহ নেতা-কর্মীদের। যদিও তৃণমূল দাবি করেছে, তাঁদের কোনও হাত নেই এঘটনায়।            

আহত, রক্তাক্ত, মিছিল

সিপিএমের জাঠায় হামলা

নারায়ণগড়ের পর এবার ময়ূরেশ্বর

বাদ যাচ্ছেন না কেউই। বিরোধী দলনেতাকে ছাড় নেই। এবার প্রাক্তন সাংসদকেও আক্রমণ। হামলা বিরোধী নেতা-কর্মীদের ওপর।

শনিবার ময়রেশ্বরে গড়গড়িয়া থেকে ষাটপলশা পর্যন্ত জাঠা কর্মসূচি ছিল বামেদের। ষাটপলশার মোড়ে পৌছতেই ধুন্ধুমার কাণ্ড।

বামেদের মিছিল তখন চলছে। রাস্তার উল্টোদিকে আরেক জমায়েত। তাঁদের হাতে তৃণমূলের ঝাণ্ডা। আচমকাই হাতে বেরিয়ে পড়ে লাঠি, রড। শুরু বেধড়ক মারধর। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন সিপিএমের অনেক নেতা-কর্মী।

মিছিলে মাঝামাঝি জায়গায় ছিলেন বোলপুরের প্রাক্তন সাংসদ রামচন্দ্র ডোম। সঙ্গে সিপিএম জেলা সম্পাদক মনসা হাঁসদা। মারমুখী শাসক দলের নেতা-কর্মীদের হাতে তাঁরাও জখম হন। গুরুতর আহত হয়েছেন মিছিলের নেতৃত্বে থাকা স্থানীয় বিধায়ক অশোক রায়, অরূপ বাগ, গোকুল ঘোষ, সৃষ্টিধর বাগচি সহ আরও বহু নেতা-কর্মী। মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় অনেকের। তৃণমূল অবশ্য দাবি করেছে, ঘটনায় তাঁদের কোনও হাত নেই।

 

Tags:
.