নিজের লোকসভা কেন্দ্রে 'তৃণমূলী' হেনস্থার শিকার বাবুল সুপ্রিয়

নিজের লোকসভা কেন্দ্রেই হেনস্থার শিকার হলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। স্বচ্ছ ভারত অভিযানের প্রচারে রানিগঞ্জে একটি স্কুলে গিয়েছিলেন মন্ত্রী। ঢুকতে গিয়ে পড়লেন বাধার মুখে। জুটল কটূক্তি-অশ্রাব্য গালিগালাজ। কাঠগড়ায় স্থানীয় তৃণমূল নেতৃত্ব।  

Updated By: Jan 9, 2015, 11:09 PM IST
নিজের লোকসভা কেন্দ্রে 'তৃণমূলী' হেনস্থার শিকার বাবুল সুপ্রিয়

রানিগঞ্জ: নিজের লোকসভা কেন্দ্রেই হেনস্থার শিকার হলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। স্বচ্ছ ভারত অভিযানের প্রচারে রানিগঞ্জে একটি স্কুলে গিয়েছিলেন মন্ত্রী। ঢুকতে গিয়ে পড়লেন বাধার মুখে। জুটল কটূক্তি-অশ্রাব্য গালিগালাজ। কাঠগড়ায় স্থানীয় তৃণমূল নেতৃত্ব।  

আসানসোল কেন্দ্রে যখন বিজেপির প্রার্থী হয়েছিলেন, তখনও কম বাধা পোহাতে হয়নি। থানায় অভিযোগ পর্যন্ত দায়ের হয়েছিল বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে।

সেই বাবুল আজ মন্ত্রী। কিন্তু তাতেও রক্ষা পেলেন না হেনস্থার হাত থেকে। তাও আবার নিজের কেন্দ্রে।

বুধবার রানিগঞ্জের জে কে নগর হাইস্কুলে স্বচ্ছ ভারত অভিযানের প্রচারে গিয়েছিলেন কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্র। কিন্তু ঢোকার মুখেই বাধা। গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। বিক্ষোভের নেতৃত্বে স্থানীয় তৃণমূল নেতা তথা স্কুল পরিচালন সমিতির সম্পাদক অভয় উপাধ্যায়।

রাস্তায় কেন্দ্রীয় মন্ত্রীর গাড়ি ঘিরেও চলে কটূক্তি-গালিগালাজের বন্যা।

এর পাল্টা রানিগঞ্জেরই নিমচা ফাঁড়িতে বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে পাল্টা এফআইআর করেছেন জিতেন্দ্র তিওয়ারি। মন্ত্রীর বিরুদ্ধে জোরজবরদস্তি স্কুলে ঢোকা, স্কুলের পরিবেশ নষ্ট করার অভিযোগ আনা হয়েছে।  

 

.