হাতির তাণ্ডব রুখতে গণমঞ্চ গড়ল বাঁকুড়াবাসী

Updated By: Nov 5, 2014, 10:28 AM IST
হাতির তাণ্ডব রুখতে গণমঞ্চ গড়ল বাঁকুড়াবাসী

লোকালয়ে হাতির তাণ্ডব রুখতে এবার সংগ্রামী গণমঞ্চ গড়ল বাঁকুড়ার কয়েকটি গ্রাম। হাতির হানা বন্ধ না হলে, বনদফতরকে জঙ্গি আন্দোলনে যাওয়ার হুমকি দিয়েছে গণমঞ্চ। বনদফতরের কাছে বারবার অভিযোগ করেও কোনও ফল মেলেনি। লোকালয়ে ঢুকে পড়ছে হাতির পাল। নষ্ট করছে খেতের ফসল। ভাঙছে ঘরবাড়ি। বাঁকুড়ার বিষ্ণুপুর, জয়পুর, পাত্রসায়ের, সোনামুখী, বড়জোড়া এলাকার গ্রামবাসীরা আর ধৈর্য ধরতে নারাজ। লোকালয়ে হাতির হানা রুখতে এবার সংগ্রামী গণমঞ্চ গড়লেন তাঁরা।

শুধু বাঁকুড়াতেই হাতির হানায় প্রতিবছর গড়ে দশ থেকে বারোজনের মৃত্যু হয়। ক্ষতিগ্রস্তদের সরকারি ক্ষতিপূরণ দেওয়া নিয়ে প্রশাসনিক গাফিলতির অভিযোগ দীর্ঘদিনের। ক্ষতিপূরণের অঙ্ক বাড়ানো, ক্ষতিপূরণ দেওয়ার নিয়মের সরলীকরণ সহ একাধিক দাবিতে এবার সুর চড়াবে গণমঞ্চ। আর আবেদন নিবেদন নয়। সমস্যার সমাধান না হলে একেবারে ট্রেড ইউনিয়নের ধাঁচে জঙ্গি আন্দোলনে যাওয়ার হুমকি দিয়েছে সংগ্রামী গণমঞ্চ।

 

.