বারাসতকাণ্ডে মূল অভিযুক্ত তৃণমূল নেতা নিখিল দাস গ্রেফতার

বারাসতকাণ্ডে মূল অভিযুক্ত তৃণমূল নেতা নিখিল দাসকে গ্রেফতার করা হল। বারাসতে শ্লীলতাহানির ঘটনায় ফের সমালোচনার মুখে পুলিসের ভূমিকা। অভিযুক্তপক্ষের এফআইআরের ভিত্তিতে নিগৃহীতা ছাত্রীর দুই ভাইকে গ্রেফতার করা হয়েছে। এলাকার মানুষের একটা বড় অংশের অভিযোগ, শাসকদলের নেতা হওয়ার সুবাদে তৃণমূলের পঞ্চায়েত সদস্য নিখিল দাস অবাধে ঘুরে বেড়াচ্ছে। অথচ ছাত্রীর পরিবার যাঁদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে, তার মধ্যে নিখিল দাসের নাম ছিল। আজ সকালেও নিখিল দাসের বিরুদ্ধে এলাকায় ঢুকে লোকজনকে মারধর এবং হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল। গতকাল রাতে নিখিল দাসের সঙ্গে সোমনাথ সর্দার নামে এক ব্যক্তিকে দেখা গিয়েছিল। সোমনাথের বিরুদ্ধে ছাত্রীকে শ্লীলতাহানি ও তাঁর ভাইকে ছুরি মারার অভিযোগ রয়েছে। তাঁকে গ্রেফতার করেছে পুলিস। এলাকাবাসীর একাংশের অভিযোগ, রবিবার রাতের ঘটনাকে শ্লীলতাহানির ঘটনা মানতে চাইছে না পুলিস। গোড়া থেকেই বিষয়টিকে কয়েকজন মদ্যপের মধ্যে সংঘর্ষ  হিসেবে দেখানোর চেষ্টা চলছে।

Updated By: Feb 25, 2013, 12:42 PM IST

বারাসতকাণ্ডে মূল অভিযুক্ত তৃণমূল নেতা নিখিল দাসকে গ্রেফতার করা হল। চাপের মুখে এদিন তৃণমূলের এই পঞ্চায়েত সদস্যকে গ্রেফতার করল বারাসত থানার পুলিস।  কাল, মঙ্লবার নিখিল দাসকে আদালতে তোলা হবে। বারাসতে শ্লীলতাহানির ঘটনায় ফের সমালোচনার মুখে পুলিসের ভূমিকা।
অভিযুক্তপক্ষের এফআইআরের ভিত্তিতে নিগৃহীতা ছাত্রীর দুই ভাইকে গ্রেফতার করা
হয়েছে।
এলাকার মানুষের একটা বড় অংশের অভিযোগ, শাসকদলের নেতা
হওয়ার সুবাদে তৃণমূলের পঞ্চায়েত সদস্য নিখিল দাস অবাধে ঘুরে বেড়াচ্ছে। অথচ
ছাত্রীর পরিবার যাঁদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে, তার মধ্যে
নিখিল দাসের নাম ছিল। আজ সকালেও নিখিল দাসের বিরুদ্ধে এলাকায় ঢুকে লোকজনকে
মারধর এবং হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল।
গতকাল রাতে নিখিল দাসের
সঙ্গে সোমনাথ সর্দার নামে এক ব্যক্তিকে দেখা গিয়েছিল। সোমনাথের বিরুদ্ধে
ছাত্রীকে শ্লীলতাহানি ও তাঁর ভাইকে ছুরি মারার অভিযোগ রয়েছে।
তাঁকে গ্রেফতার করেছে পুলিস। এলাকাবাসীর একাংশের অভিযোগ, রবিবার রাতের
ঘটনাকে শ্লীলতাহানির ঘটনা মানতে চাইছে না পুলিস। গোড়া থেকেই বিষয়টিকে
কয়েকজন মদ্যপের মধ্যে সংঘর্ষ  হিসেবে দেখানোর চেষ্টা চলছে।

.