কলকাতার পর এবার ওয়াইফাই শহর হতে চলেছে বর্ধমান

রাজ্যকে ওয়াইফাই  করার পক্রিয়াতে আরও একধাপ এগোল রাজ্য সরকার। রাজ্যের বিভিন্ন জেলায় জেলায়  ওয়াইফাই পরিষেবাকে ছড়িয়ে দিতে উদ্যোগ গ্রহন করছে জেলার পুরসভা গুলো।  

Updated By: Mar 14, 2015, 05:32 PM IST
কলকাতার পর এবার ওয়াইফাই শহর হতে চলেছে বর্ধমান

ওয়েব ডেস্ক: রাজ্যকে ওয়াইফাই  করার পক্রিয়াতে আরও একধাপ এগোল রাজ্য সরকার। রাজ্যের বিভিন্ন জেলায় জেলায়  ওয়াইফাই পরিষেবাকে ছড়িয়ে দিতে উদ্যোগ গ্রহন করছে জেলার পুরসভা গুলো।  
কলকাতার পর জেলাগুলির মধ্যে প্রথম বর্ধমান শহরেই চালু হচ্ছে ফ্রি ওয়াইফাই পরিষেবা। ২৬ মার্চ থেকে এই পরিষেবা পাবেন বর্ধমান পৌর এলাকার বাসিন্দারা। জেলাশাসক সৌমিত্র মোহনের পরামর্শে শহরের দু জায়গায় ফ্রি ওয়াইফাই সেন্টার তৈরি হচ্ছে। প্রথমটি হল শহরের প্রাণকেন্দ্র কোর্ট কম্পাউন্ড। দ্বিতীয়টি হল পৌরভবন। প্রাথমিক ভাবে এই পরিষেবা প্রদানের জন্য বাজেট ধরা হয়েছে ২০ লক্ষ টাকা। পুরো খরচই বহন করবে পুরসভা। ওয়াইফাইয়ের কার্যকরিতা দেখে ভবিষ্যতে শহরে আরও ফ্রি ওয়াইফাই সেন্টার তৈরি করা হবে। জানিয়েছেন পুরপ্রধান স্বরুপ দত্ত।

 

.