ভক্তবালা বি এড কলেজের অনুমোদন ফেরাল কল্যাণী বিশ্ববিদ্যালয়

ভক্তবালা বি এড কলেজের অনুমোদন ফিরিয়ে দিল কল্যাণী বিশ্ববিদ্যালয়। টাকা নিয়ে ছাত্রভর্তির অভিযোগে জুলাইয়ে অনুমোদন বাতিল করে দেওয়া হয়েছিল এই কলেজের। ভক্তবালা বিএড কেলেঙ্কারির ঘটনায় মূল অভিযোগের আঙুল ওঠে তৃণমূল ছাত্র পরিষদ নেতা তন্ময় আচার্য, বি এড কলেজ কর্তৃপক্ষ এবং কল্যাণী বিশ্ববিদ্যালয়েরই কয়েকজন অধ্যাপক এবং কর্মচারীর বিরুদ্ধে।

Updated By: Sep 26, 2014, 10:04 PM IST
ভক্তবালা বি এড কলেজের অনুমোদন ফেরাল কল্যাণী বিশ্ববিদ্যালয়

কল্যাণী: ভক্তবালা বি এড কলেজের অনুমোদন ফিরিয়ে দিল কল্যাণী বিশ্ববিদ্যালয়। টাকা নিয়ে ছাত্রভর্তির অভিযোগে জুলাইয়ে অনুমোদন বাতিল করে দেওয়া হয়েছিল এই কলেজের। ভক্তবালা বিএড কেলেঙ্কারির ঘটনায় মূল অভিযোগের আঙুল ওঠে তৃণমূল ছাত্র পরিষদ নেতা তন্ময় আচার্য, বি এড কলেজ কর্তৃপক্ষ এবং কল্যাণী বিশ্ববিদ্যালয়েরই কয়েকজন অধ্যাপক এবং কর্মচারীর বিরুদ্ধে।

টিএমসিপি-র নেতা তন্ময় আচার্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক ছিলেন। ভক্তবালা বিএড কলেজকাণ্ডে তাঁর বিরুদ্ধেই টাকা নিয়ে ভর্তির অভিযোগ উঠেছে। পরে টিএমসিপি বহিষ্কার করে তন্ময় আচার্যকে। বিশ্ববিদ্যালয়ের তরফে তাঁকে শোকজ করা হয়। তবে আর কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।     

.