জিটিএ-এর চিফ এক্সিকিউটিভ পদে ফিরছেন বিমল গুরুং

জিটিএতে ফিরছেন বিমল গুরুং। আগামী ২৬ ডিসেম্বর রাজভবনে চিফ এক্সিকিউটিভ পদে শপথ নেবেন তিনি। ৩০ জুলাই জিটিএ-র চিফ এক্সিকিউটিভ পদ থেকে ইস্তফা দেওয়ার পর আজ প্রথম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন গুরুং। প্রায় ৪৫ মিনিট মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর কথা হয়।

Updated By: Dec 20, 2013, 07:47 PM IST

জিটিএতে ফিরছেন বিমল গুরুং। আগামী ২৬ ডিসেম্বর রাজভবনে চিফ এক্সিকিউটিভ পদে শপথ নেবেন তিনি। ৩০ জুলাই জিটিএ-র চিফ এক্সিকিউটিভ পদ থেকে ইস্তফা দেওয়ার পর আজ প্রথম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন গুরুং। প্রায় ৪৫ মিনিট মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর কথা হয়।

জিটিএ-কে আরও কীভাবে শক্তিশালী করা যায়, সে নিয়েই বৈঠকে আলোচনা হয়েছে। জিটিএ-র যে সভাসদরা জেলে রয়েছেন, তাদের মুক্তির জন্য মোর্চার তরফে সরকারের কাছে আবেদন জানানো হয়েছে। এরপর মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে রাজ্য প্রশাসনের অফিসারদের সঙ্গে মোর্চার বৈঠক হয়। বিমল গুরুংয়ের সঙ্গে ছিলেন মোর্চার সাধারণ সম্পাদক রোশন গিরি, দার্জিলিংয়ের বিধায়ক ত্রিলোক দেওয়ান, জিটিএর শিক্ষা বিষয়ক দায়িত্বে থাকা ডক্টর মিজেল।

.